Thursday, June 19, 2025
Latestখেলা

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে জাপানকে হেলায় হারিয়ে সুপার লিগে ভারত

ব্লুমফন্টেইন: জাপানকে দশ উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শেষ আটে যাওয়া নিশ্চিত করল টিম ইন্ডিয়া। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৯০ রানে হারিয়েছিল ভারত। দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টেইনে মঙ্গলবার টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ভারত।

২২.৫ ওভারে মাত্র ৪১ রান তুলেছিল জাপান। দুই অঙ্কের খাতায় পৌঁছাতে পারেননি কোনও জাপানি খেলোয়াড়ই। ভারতের হয়ে ৪টি উইকেট নেন রবি বিষ্ণোই। ৬ বলে ১০ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন কার্তিক ত্যাগী। ২ উইকেট সংগ্রহ করেন আকাশ সিং। এক উইকেট নেন বিদ্যাধর পাটিল।

৪২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ২৯ বলেই খেলা শেষ করল ভারত। ২৯ ও ১৩ রানে অপরাজিত ছিলেন যশস্বী জয়সওয়াল ও কুমার কুশাগ্রা।

প্রসঙ্গত, এই প্রথমবার কোনও আইসিসি ইভেন্টে খেলল জাপান। যার ফলে চার বারের বিশ্ব চ্যাম্পিয়ানের সামনে টিকতেই পারল না নবাগতরা। শুক্রবার গ্রুপ লিগের শেষ ম্যাচে নিউ জিল্যান্ডের সঙ্গে খেলবে টিম ইন্ডিয়া।