Wednesday, April 23, 2025
দেশ

এবার রাষ্ট্রপুঞ্জে ধাক্কা খেল পাকিস্তান, খারিজ জঙ্গি সইদের আর্জি

নয়াদিল্লি: ২০০৮ মুম্বাই হামলার মাস্টারমাইন্ড হাফিজ সইদকে নিষিদ্ধ সন্ত্রাসবাদীর তালিকা থেকে সরানোর আর্জি খারিজ করে দিল রাষ্ট্রপুঞ্জ। সরকারি সূত্রে খবর, তার নাম সন্ত্রাসবাদী তালিকা থেকে বাদ দেওয়ার জন্য রাষ্ট্রপুঞ্জের কাছে আবেদন করেছিল হাফিজ সইদ। কিন্তু সেই আবেদন প্রত্যাখ্যান করেছে রাষ্ট্রপুঞ্জ।

জইশ-ই-মুহাম্মদের প্রধান মাসুদ আজহারকে সন্ত্রাসবাদী ঘোষণা জন্য রাষ্ট্রপুঞ্জের ১২৬৭ প্রতিবন্ধ সমিতির কাছে জমা পড়েছে আবেদন। পুলওয়ামায় সেনা কনভয়ে হামলার পর এই আর্জি জানিয়েছিল ভারত। আর ঠিক তখনই ধাক্কা খেলেন হাফিজ সইদ। কূটনৈতিক মহলের একাংশ এটিকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন।

সংবাদ সংস্থা পিটিআই সূত্রের খবর, ভারতের তরফ থেকে জামাত প্রধান ও লস্কর-ই-তৈয়বা সহ প্রতিষ্ঠাতা হাফিজের গতিবিধি সম্পর্কিত বিস্তারিত নথি তুলে দেওয়া হয়েছে রাষ্ট্রপুঞ্জের হাতে। সইদের আর্জির বিরোধিতা করেছে ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্স।

প্রসঙ্গত, ২০০৮ সালে মুম্বাই জঙ্গি হামলার পরই হাফিজ সইদকে নিষিদ্ধ ঘোষণা করেছিল রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ। ২০১৭ সালে গৃহবন্দী থাকাকালীনই রাষ্ট্রপুঞ্জে নিষিদ্ধ তালিকা থেকে নাম সরানোর জন্য আপিল করেছিল হাফিজ।