Monday, June 16, 2025
Latestআন্তর্জাতিক

ভোটের আগে স্বামীনারায়ণ মন্দিরে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, মোদীর সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি

লন্ডন: বৃহস্পতিবার ব্রিটেনে সাধারণ নির্বাচন। তার আগে লন্ডনে ভারতীয় হিন্দু সম্প্রদায়ের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে উত্তর-পশ্চিম লন্ডনের বিখ্যাত স্বামীনারায়ণ মন্দিরে যান ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। স্বামীনারায়ণ মন্দিরে গিয়ে ‘নতুন ভারত’-এর স্বপ্নকে বাস্তবায়িত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দেন বরিস জনসন।

মন্দির দর্শনের সময় সঙ্গী ছিলেন তাঁর প্রেমিকা ক্যারি সাইমন্ডস এবং স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল। এদিন শাড়ি পরে মন্দির দর্শনে যান ক্যারি এবং নীল এবং হলুদ শাড়ি যান স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল। ছিলেন ভারতীয় বংশোদ্ভূত লর্ড ডলার পোপাট এবং তাঁর স্ত্রী। এছাড়া কনজার্ভেটিভ পার্টির প্রথম সারির নেতৃবর্গ মন্দির দর্শনের সময় সঙ্গী ছিলেন।

তিনি বলেন, অতীতে কনজারভেটিভ দলকে মসনদে বসাতে ভারতীয় বংশোদ্ভূতদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আমি যখন এই কথা নরেন্দ্রভাইকে (নরেন্দ্র মোদী) বলেছিলাম, তখন উনি শুধু হেসেছিলেন। এবং বলেছিলেন ভারতীয়রা সর্বদা জয়ীর দিকেই থাকেন।


বরিস জনসন বলেন, আমি এই মন্দির এবং হিন্দু সম্প্রদায়ের কাজে অনুপ্রাণিত। মন্দির শুধুমাত্র মহান আধ্যাত্মিক জায়গা নয়, লাখ লাখ মানুষের আকর্ষণের কেন্দ্রও। মন্দির সব ধরনের মানুষকে এক জায়গায় এনেছে। দান-ধ্যান করে আপনারা সমাজের কল্যাণ করছেন। লন্ডন ও ব্রিটেন আপনাদের জন্য ঋণী। এদিন উপহার এবং মন্দিরের বিখ্যাত মিষ্টি বিতরণের পর মন্দিরের খামারে গিয়ে গরুদের খাবারও খাওয়ান বরিস জনসন।