Sunday, March 16, 2025
Latestআন্তর্জাতিক

নিজামের ৩৫ মিলিয়ন পাউন্ড ভারতেরই, পাকিস্তানের নয়: ব্রিটিশ হাইকোর্ট

লন্ডন: হায়দরাবাদের অষ্টম নিজাম মুক্কারাম জাহর ৩৫ মিলিয়ন পাউন্ডের উপর পাকিস্তানের অধিকারের দাবি খারিজ করে দিল ব্রিটিশ হাইকোর্ট। ফলে ৭০ বছর ধরে চলা মামলায় জয় হল ভারত এবং নিজামের উত্তরাধিকারী মুক্কারাম জাহ। বুধবার ব্রিটেনের হাইকোর্ট রায়ে জানিয়েছে, পাকিস্তানের এই সম্পত্তির ওপর কোনওরকম অধিকার নেই, এটির সম্পূর্ণ মালিকানা ওসমান আলি খানের বংশধরদের।

লন্ডনের রয়্যাল কোর্ট অফ জাস্টিসের বিচারক মার্কাস স্মিথ তাঁর রায়ে বলেছেন, হায়দরাবাদের নিজাম এই সম্পত্তির অধিকারী। ফলে ভারত সরকার এবং নিজামের উত্তরসূরি এই সম্পদের অধিকারী। পাকিস্তান কোনও ভাবেই এই সম্পত্তির দাবিদার হতে পারে না।

১৯৪৮ সালে লন্ডনে পাকিস্তানের হাই কমিশনারের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১০ লাখ পাউন্ড এবং এক গিনি জমা দেন হায়দরাবাদের তৎকালীন নিজাম। সেই অর্থ এতদিনে বেড়ে দাঁড়িয়েছে ৩৫ মিলিয়ন পাউন্ডে। নিজামের উত্তরসূরি দাবি করেন, এই সম্পত্তি তাঁদের। পাল্টা দাবি জানিয়ে পাকিস্তান বলে, এই সম্পত্তি তাদের। বিষয়টি ইংল্যান্ডের আইনসভার উচ্চকক্ষ হাউস অফ লর্ডস পর্যন্ত গড়ায়।

১৯৫০ সালে মামলা করেন নিজাম। মামলাটি ইংল্যান্ডে হাউস অফ লর্ডসে চলে যায়। এদিন মামলা জিতে নিজাম মুক্কারাম জাহের আইনজীবী বলেন, ১৯৪৮ সাল থেকে চলা একটি বিতর্কের অবসান হল। অষ্টম নিজাম তাঁর সম্পদ ফিরে পাচ্ছেন। প্রসঙ্গত, বর্তমানে এই বিপুল পরিমাণ অর্থ রক্ষিত আছে লন্ডনের ন্যাশনাল ওয়েস্টমিনস্টার ব্যাঙ্কে।