Sunday, March 16, 2025
আন্তর্জাতিক

ব্রিটেনে বড়সড় ধাক্কা বিজয় মালিয়ার, ভারতে প্রত্যর্পণ বাতিলের আবেদন খারিজ

লন্ডন: ফের ব্রিটেনের আদালতে বড়সড় ধাক্কা খেলেন ব্যাঙ্ক জালিয়াতিতে অভিযুক্ত পলাতক শিল্পপতি বিজয় মালিয়া। ভারতে প্রত্যর্পণের বিরুদ্ধে ব্রিটেনের আদালতে আবেদন জানায় মালিয়া। সেই আবেদন সোমবার খারিজ করে দিল ব্রিটেনের ওয়েস্টমিনিস্টার ম্যাজিস্ট্রেট কোর্ট।

বিজয় মালিয়াকে ভারতে প্রত্যর্পণের নির্দেশ নিয়ে বিচারক জানিয়েছেন, বিজয় মালিয়াকে ভারতের হাতে তুলে দেওয়া উচিত।

ভারতে ১৩টি ব্যাঙ্ক থেকে নেওয়া ৯,০০০ কোটি টাকার বেশি ঋণ পরিশোধ না করেই ২০১৬ সালের ২ মার্চ দেশ থেকে পালিয়ে ব্রিটেনে আশ্রয় নিয়েছিলেন ৬২ বছর বয়সি শিল্পপতি বিজয় মালিয়া।

এরপর ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে মালিয়াকে পলাতক ঘোষণা করে ভারতে ফেরত পাঠানোর জন্য ব্রিটিশ সরকারের কাছে আবেদন জানায় ভারত সরকার।