মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন উদ্ধব ঠাকরে
মুম্বাই: মুম্বাইয়ের শিবাজি পার্কে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন শিবসেনা নেতা উদ্ধব ঠাকরে। উদ্ধব ঠাকরেই, ঠাকরে পরিবারের প্রথম সদস্য যিনি মুখ্যমন্ত্রী হলেন। শপথগ্রহণের আগে গেরুয়া কুর্তা পড়ে ছত্রপজি শিবাজির আশীর্বাদ গ্রহণ করেন উদ্ধব ঠাকরে। অনুষ্ঠানে হাজির ছিলেন উদ্ধব ঠাকরের স্ত্রী রেশমী ঠাকরে এবং ছেলে আদিত্য ঠাকরে।
মহারাষ্ট্র বিকাশ অগধি দায়িত্বভার গ্রহণ করার সঙ্গে সঙ্গে, শপথগ্রহণ গ্রহণ করলেন শিবসেনা, এনসিপি এবং কংগ্রেসের দু’জন করে মন্ত্রী। তাঁদের শপথবাক্য পাঠ করান রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি। অনুষ্ঠানে হাজির ছিলেন শিল্পপতি মুকেশ আম্বানি, তাঁর স্ত্রী নীতা আম্বানি এবং ছেলে অনন্ত আম্বানি। প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশও শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
Mumbai: Uddhav Thackeray takes oath as Chief Minister of Maharashtra pic.twitter.com/577XuS3QSM
— ANI (@ANI) November 28, 2019
এনিয়ে ৬ দিনে ২ বার শপথগ্রহণ অনুষ্ঠান হল মহারাষ্ট্রে। শনিবার সকালে দেবেন্দ্র ফড়বিশের সঙ্গে শপথগ্রহণ করেছিলেন এনসিপি নেতা অজিত পাওয়ার। চারদিন পর পদত্যাগ করেন অজিত পাওয়ার। শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির থাকার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়েছিলেন উদ্ধব ঠাকরে।
কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং রাহুল গান্ধীকে আমন্ত্রণ জানান আদিত্য ঠাকরে। তবে কংগ্রেসের তিন বড় নেতার মধ্যে হাজির ছিলেন না কেউই। শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন কয়েকহাজার শিবসেনা কর্মী, সমর্থনক। এই প্রথমবার একসঙ্গে শিবসেনা, এনসিপি এবং কংগ্রেসের পতাকা উড়তে দেখা গেল।