ভারতের সঙ্গে ১ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি অনুমোদন করল আমেরিকা
ওয়াশিংটন: ভারতের সঙ্গে ১ বিলিয়ন ডলারের উন্নতমানের অস্ত্র বিক্রি সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করল মার্কিন যুক্তরাষ্ট্র। সম্প্রতি এ বিষয়ে মোদী সরকারের সঙ্গে এক বিলিয়ন মার্কিন ডলারের (প্রায় ৭,০০০ কোটি টাকা) চুক্তি স্বাক্ষর করল ট্রাম্প প্রশাসন। প্রতিরক্ষা সুরক্ষা সহযোগিতা সংস্থা বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভারতকে এক বিলিয়ন মার্কিন ডলার মূল্যের নৌ কামান বিক্রির সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা।
১৯ নভেম্বর এই চুক্তির অনুমোদন দিয়েছে ট্রাম্প প্রশাসন। চুক্তিতে নৌ কামান বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ চুক্তির ফলে, ভারত নির্বাচিত সেই দেশগুলোর তালিকায় যুক্ত হল। যে দেশগুলোকে যুক্তরাষ্ট্র তার নৌ কামানের অত্যাধুনিক সংস্করণ বিক্রি করে। নতুন প্রযুক্তির এই কামানের সাহায্যে যুদ্ধজাহাজ, যুদ্ধ বিমানের বিরুদ্ধে এবং উপকূলে বোমাবর্ষণ করা যাবে। যার ফলে আরও শক্তিশালী হবে ভারতীয় নৌবাহিনী।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, MK-45 কামান ব্যবস্থা মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য মিত্র বাহিনীর সঙ্গে আন্তঃক্ষমতা বাড়ানোর পাশাপাশি যুদ্ধ এবং বিমান-প্রতিরক্ষা অভিযান পরিচালনা করার ক্ষমতা প্রদান করবে। এই বর্ধিত ক্ষমতা বলে ভারত যে কোনও আঞ্চলিক হুমকির মোকাবিলা করতে এবং নিজেদের জায়গা রক্ষা করতে সক্ষম হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এই অত্যাধুনিক সরঞ্জামগুলির প্রস্তাবিত বিক্রয় কোনও অঞ্চলের মৌলিক সামরিক ভারসাম্যকে নষ্ট করবে না।
নিয়ম অনুসারে, এই সামরিক সরঞ্জাম বিক্রির জন্যে বিজ্ঞপ্তি দিয়ে এর আইনি অনুমোদনের দরকার হয়। এখনও পর্যন্ত এই কামানগুলি কেবলমাত্র অস্ট্রেলিয়া, জাপান এবং দক্ষিণ কোরিয়ার কাছেই বিক্রি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।