সোপিয়ানে এনকাউন্টারে খতম ২ জঙ্গি
শ্রীনগর: উপত্যকায় ফের বড়সড় সাফল্য ভারতীয় সেনার। রবিবার সকালে জম্মু ও কাশ্মীরের সোপিয়ানে এনকাউন্টারে খতম দুই জঙ্গি। নিকেশ হওয়া দুই জঙ্গি আল-বদর জঙ্গি সংগঠনের সদস্য বলে সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে। ঘটনাস্থল থেকে প্রচুর পরিমাণে অস্ত্র এবং বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের ওই এলাকার আশেপাশে প্রবেশ নিষেদ্ধ করা হয়েছে।
গোপন সূত্রে সেনাবাহিনীর কাছে আগেই খবর ছিল যে শ্রীনগর থেকে ৫২ কিলোমিটার দূরে সোপিয়ান জেলার রেব্বান এলাকায় লুকিয়ে রয়েছে জঙ্গিরা। লুকিয়ে থাকা জঙ্গিদের খুঁজতে গতরাতে সেনা, সিআরপিএফ ও পুলিশ যৌথ অপারেশন চালায়। রাতভর অপারেশনে নিহত হয়েছে দুই জঙ্গি। তারা জঙ্গি সংগঠন আল-বদরের সদস্য বলে জানা গেছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। খতম হওয়া হওয়া ওই জঙ্গিদের কাছ থেকে প্রচুর পরিমাণ অত্যাধুনিক অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে৷ এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে জম্মু-কাশ্মীর পুলিশ। এখনও চলছে তল্লাশি অভিযান।
As search operation was going on, search party was fired upon by the hiding terrorists. The fire was retaliated leading to an encounter. In the ensuing encounter, 2 terrorists were killed&bodies were retrieved from site of encounter. Identities are being ascertained: J&K Police
— ANI (@ANI) November 18, 2018
প্রসঙ্গত, এই ঘটনার ঠিক ২৪ ঘণ্টা আগেই সোপিয়ান থেকে উদ্ধার হয়েছে এক ১৯ বছর বয়সী তরুনের গলাকাটা দেহ। নিহত ওই তরুণের নাম হুজেফ কুত্তে। একটি বেকারিতে কাজ করত সে। শনিবার সকালে আশপাশের নানা গ্রাম থেকে জনা পাঁচেক গ্রামবাসীকে অপহরণ করেছিল জঙ্গিরা। সেনা সূত্রে খবর, নিরাপত্তাবাহিনীর চর সন্দেহে ওই গ্রামবাসীদের অপহরণ করা হয়েছিল। শনিবার তার গলা কাটা দেহ মেলে গ্রাম লাগোয়া জঙ্গলের ভিতর।