সাতসকালে সোপিয়ানে এনকাউন্টারে খতম ২ হিজ়বুল জঙ্গি
শ্রীনগর: নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিকেশ হল ২ জঙ্গি। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের সোপিয়ানের সাফনাগরিতে। নিহত দুজনই হিজ়বুল মুজাহিদিনের সঙ্গে যুক্ত বলে জানিয়েছে পুলিশ। একজনের নাম মহম্মদ ইদ্রিস সুলতান। অপর জঙ্গির নাম আমির হুসেন রাথের। ঘটনাস্থান থেকে উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্র ও বিস্ফোরক।
এদিন সকালে এলাকায় জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। নিরাপত্তা বাহিনীর উপস্থিতি নজরে আসতেই, গুলি চালানো শুরু করে জঙ্গিরা। পাল্টা গুলি চালায় নিরাপত্তা বাহিনীও। বেশ খানিকক্ষণ লড়াইয়ে খতম হয় ২ জঙ্গি।
J&K: 2 terrorists killed in Shopian encounter today have been identified as Mohd Idrees Sultan and Amir Hussain Rather, affiliated with terror outfit Hizbul Mujahideen. Incriminating materials including arms and ammunition were recovered from the site of encounter.
— ANI (@ANI) 6 November 2018
সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওই এলাকার ইন্টারনেট সংযোগ বন্ধ রাখা হয়েছে। এর আগে শনিবারও সোপিয়ানেই নিরাপত্তা বাহিনীর সঙ্গে লড়াইয়ে খতম হয়েছিল ২ জঙ্গি। সোপিয়ানের খুদপোরা এলাকায় প্যারা কমান্ডার ও বিশেষ অপারেশন গ্রুপ যৌথ তল্লাশি চালাচ্ছিল। এলাকারই একটি বাড়িতে লুকিয়ে ছিল জঙ্গিরা। যৌথবাহিনী বাড়িটির কাছে যেতেই তাদের উপর গুলি চালায় জঙ্গিরা। পালটা জবাব দেয় নিরাপত্তাবাহিনী। সংঘর্ষে খতম হয় দুই জঙ্গি। নিহত জঙ্গিদের একজনের নাম ইরফান আহমেদ। বাড়ি পুলওয়ামায়। অপর জঙ্গির নাম শওকত আহমেদ। তার বাড়ি সোপিয়ানে।