Sunday, September 15, 2024
দেশ

শ্রীনগরে এনকাউন্টারে খতম ২ জঙ্গি

শ্রীনগর: ফের সেনা-জঙ্গি সংঘর্ষে উত্তপ্ত উপত্যাকা। বুধবার সকালে শ্রীনগরের কাছে নওগাঁয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিকেশ হল দুই জঙ্গি। উদ্ধার হয় প্রচুর অস্ত্রশস্ত্র। আপাতত অভিযান শেষ হলেও গোটা এলাকা ঘিরে জঙ্গিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে সেনাবাহিনী।

এদিন ভোররাতে জঙ্গিদের উপস্থিতি টের পান জওয়ানরা। তারপর গোটা এলাকাটি ঘিরে ফেলেন নিরাপত্তারক্ষীরা। শুরু হয় তল্লাশি অভিযান। সেনা জওয়ানদের উপস্থিতি বুঝতে পেরে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পালটা হামলা চালান জওয়ানরাও। বেশ কিছুক্ষণ চলা সংঘর্যে খতম হয় দুই জঙ্গি।

সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এলাকার ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হয়। এদিকে, সেনা-জঙ্গি লড়াই চলাকালীন জওয়ানদের লক্ষ্য করে পাথর ছোঁড়ে স্থানীয়রা। রাস্তায় নেমে জঙ্গিদের আড়াল করার চেষ্টা করে তারা। প্রসঙ্গত, দিন দুয়েক আগে কুলগামে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে ছোড়া গ্রেনেডে ৬ সাধারণ বাসিন্দা নিহত হয়েছিল। এই ঘটনার জেরে রাস্তায় বিক্ষোভ দেখাতে গেলে আটক করা হয় বিচ্ছিন্নতাবাদী নেতা ইয়াসিন মালিককে।