Saturday, June 21, 2025
Latestদেশ

কাশ্মীরের গান্ডেরবালে এনকাউন্টারে খতম ২ জঙ্গি

শ্রীনগর: মঙ্গলবার সকালে জম্মু ও কাশ্মীরের গান্ডেরবালে সেনা ও জঙ্গিদের গুলির লড়াইয়ে খতম ২ জঙ্গি। এই সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন এক সেনা। কাশ্মীর পুলিশ একথা জানিয়েছে।

টাইমস নাও সূত্রে খবর, কাশ্মীরের কুলান অঞ্চলে নিরাপত্তা বাহিনী তল্লাশি চালানোর সময় জানতে এখানে জঙ্গিরা আত্মগোপন করে রয়েছে। জওয়ানদের তল্লাশি চালানোর সময় লুকিয়ে থাকা জঙ্গিরা আচমকাই গুলি চাল‌াতে শুরু করে। পাল্টা জবাব দেয় সেনাও। গুলির লড়াইয়ে এখনও পর্যন্ত দুই জঙ্গি নিকেশ হয়েছে।


সংঘর্ষে এক সেনা আহত হয়েছেন। তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত জঙ্গিদের পরিচয় বা তারা কোন জঙ্গি গোষ্ঠীর সদস্য, তা এখনও জানা যায়নি। এখনও তল্লাশি চা‌লানো হচ্ছে। আরও ২-৩ জন জঙ্গি ওই এলাকায় রয়েছে বলে মনে করা হচ্ছে। পুলিশের প্রাথমিক অনুমান, খতম হওয়া জঙ্গিরা লস্কর-ই- তৈয়বা (LeT) সংগঠনের সদস্য।