পুলওয়ামায় এনকাউন্টারে নিকেশ দুই জঙ্গি
পুলওয়ামা: জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গির উপস্থিতির খবর পেয়ে তল্লাশিতে নামে জওয়ানরা। আচমকাই জঙ্গিরা গুলি চালাতে শুরু করে তারা। পাল্টা জবাব দেয় সেনাও। রাতভর গুলির লড়াইয়ে সেনার এনকাউন্টারে খতম দুই জঙ্গি। খতম হওয়া জঙ্গিদের মধ্যে একজনের পরিচয় জানা গিয়েছে, তার নাম ইরফান শেখ।
সোমবার বিকেলে পুলওয়ামায় জঙ্গিদের ঘোরাফেরার খবর পেয়েই নিশ্ছিদ্র নিরাপত্তায় গোটা এলাকা ঘিরে ফেলে সেনাবাহিনী। পালানোর পথ না পেয়েই সেনাকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে পাল্টা আক্রমণ করে সেনাও। রাতভর গুলির লড়াইয়ে নিহত দুই জঙ্গি।
Sources: 2 HM terrorists killed in encounter with security forces y’day in Pulwama. Irfan Naira was close associate of Riyaz Naikoo. He was active since 2016,a category’A’ terrorist.Another terrorist Irfan Rather was active since 2017. They’d attacked Army,CRPF & JKP patrol party
— ANI (@ANI) November 26, 2019
প্রসঙ্গত, বেশ কয়েকমাস ধরে উপত্যকা জুড়ে একের পর এক অনুপ্রবেশ ও নাশকতার চেষ্টা করে চলেছে জঙ্গিরা। সীমান্তের ওপার থেকে বার বার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে গোলাগুলি বর্ষণও সেই সাথে চলছে। শক্ত হাতে জবাব দিচ্ছে ভারতীয় জওয়ানরাও।