Sunday, March 16, 2025
দেশ

কাশ্মীরে গ্রেফতার পাকিস্তানের ২ লস্কর জঙ্গি

শ্রীনগর: নিয়ন্ত্রণরেখার কাছ থেকে লস্কর-ই-তৈবার দুই জঙ্গিকে পাকড়াও করল ভারতীয় সেনা। তারা জম্মু ও কাশ্মীরে অনুপ্রবেশের চেষ্টা করছিল বলে জানিয়েছে সেনা।

সূত্রের খবর, ওই দুই জঙ্গির নাম খলিল আহমেদ ও মোজাম খোকার। ভারত-পাক সীমান্ত বরাবরই তাদের ঘাঁটি। পাকিস্তান থেকে জঙ্গিদের গোপনে ভারতে প্রবেশ করানোই তাদের কাজ বলে জানা গিয়েছে।

সীমান্তে নজরদারির সময় গোপন সুড়ঙ্গের খোঁজ পায় জওয়ানরা। সেখানেই তল্লাশি করে ওই দুই যুবককে আটক করা হয়। তাদের দেখেই পাকিস্তানী বলে বুঝে নেয় সেনাবাহিনী। জেরা করে জানা গিয়েছে, ওই দুই যুবক লস্করের সঙ্গে যুক্ত।

৩৭০ ধারা বাতিলের পর থেকেই উপত্যকায় সন্ত্রাস ছড়ানোর চেষ্টা করছে পাকিস্তান। জম্মু-কাশ্মীরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।