Wednesday, November 19, 2025
দেশ

ফের সাফল্য, কাশ্মীরে জীবন্ত পাকড়াও ২ জইশ জঙ্গি

শ্রীনগর: জঙ্গিদমনে ফের সাফল্য পেল ভারতীয় সেনা। জম্মু-কাশ্মীরের কুপওয়ারায় দুই জইশ-ই-মহম্মদ (Jaish-e-Mohammed) জঙ্গিকে গ্রেফতার করল ভারতীয় সেনা। বৃহস্পতিবার রাতে সেনার বিশেষ অভিযানে ধরা পড়ে ওই দুই জঙ্গি।

সেনা সূত্রে খবর, কুপওয়ারার ড্রাগমুলা এলাকা থেকে ওই দুই জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। দুই জঙ্গি ট্রাকে করে যাচ্ছিল। দু’জনকে দেখে সন্দেহ হওয়ায় ট্রাক থামায় সেনা। তল্লাশিতে গাড়ি থেকে একটি একে-৪৭ রাইফেল ছাড়াও দু’টি গ্রেনেড, বিস্ফোরক, গোলাগুলি-সহ যুদ্ধ সরঞ্জাম উদ্ধার করা হয়। ধৃতদের কাছ থেকে নগদ ৭ লাখ টাকাও উদ্ধার করা হয়েছে। জেরায় তারা জইশ-যোগের কথা স্বীকার করেছেন।

এক পুলিশ অফিসার জানিয়েছেন, আগে থেকেই আমাদের কাছে খবর ছিল। সেই কথামতো জম্মু থেকে একটি অস্ত্র-বোঝাই ট্রাক ওই টানেলের দিকে আসে। গাড়িটির নম্বর JK22B-1737, যেটি জম্মু থেকে শ্রীনগরের দিকে যাচ্ছিল। চানেলের কাছে পৌঁছাতেই ট্রাক চালককে জিজ্ঞাসাবাদ শুরু করে নিরাপত্তারক্ষী ও পুলিশের যৌথবাহিনী। জেরায় অসঙ্গতি ধরা পড়ায় তাদেরকে গ্রেফতার করে যৌথবাহিনী। ধৃতদের নাম বিলাল আহমেদ ও শাহনওয়াজ আহমেদ মীর। দুজনেরই বাড়ি সোপিয়ান জেলায়।

উল্লেখ্য, চলতি বছরে জঙ্গিবিরোধী অভিযানে ব্যাপক সাফল্য পেয়েছে ভারতীয় সেনাবাহিনী। নিহত হয়েছে পাকিস্তানি জঙ্গি-সহ প্রথমসারির ২৬ জঙ্গি কম্যান্ডার। চলতি বছরের জুনের মাঝামাঝি পর্যন্ত ৯৮ পাকজঙ্গিকে খতম করা হয়েছে। সীমান্ত পেরিয়ে কাশ্মীর দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করা ৯৮ জঙ্গিকে খতম করা হয়েছে।