Tuesday, April 23, 2024
আন্তর্জাতিক

তুরস্ককে সংযত হওয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের

সম্প্রতি সিরিয়ার কুর্দি মিলিশিয়া গোষ্ঠী ওয়াইপিজি’র বিরুদ্ধে বিশাল এক অভিযানে নেমেছে তুরস্ক। আর এ অভিযানের পরিপ্রেক্ষিতে তুরস্ককে সংযত হওয়ার আহবান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তুরস্ক ওয়াইপিজি-কে একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে। তাই, সিরিয়ার আফরিন অঞ্চল থেকে এই গোষ্ঠীকে হটিয়ে দেওয়াই তুরস্কের এই অভিযানের মূল লক্ষ্য।

এদিকে তুরস্ককে সংযম প্রদর্শনের আহবান জানিয়ে যুক্তরাষ্ট্র বলেছে, ‘এই অভিযানে বেসামরিক নাগরিকদের যাতে ক্ষয়ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে তুরস্ককে। অন্যদিকে, যুদ্ধ বিরতির দাবি জানিয়েছে ফ্রান্স।

প্রসঙ্গত, কুর্দি মিলিশিয়াদের বিরুদ্ধে কঠোর অভিযানের অংশ হিসেবে তুর্কিবাহিনী সিরিয়ার উত্তরাংশে প্রবেশ করেছে। ওয়াইপিজি নামে পরিচিত এই কুর্দি মিলিশিয়া গ্রুপটি সিরিয়ার আফরিন অঞ্চলজুড়ে সক্রিয় রয়েছে।