মার্কিন প্রেসিডেন্ট পদে লড়তে পারেন ভারতীয় বংশোদ্ভূত তুলসী
ওয়াশিংটন: এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের চেয়ারে কোনও নারী বসেননি। তবে দেশটির পরবর্তী নির্বাচনে রচিত হতে পারে নতুন ইতিহাস। ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনী দৌড়ে নামতে পারেন ভারতীয় বংশোদ্ভূত নারী তুলসী গব্বার্ড। যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে তুলসী ব্যাপক জনপ্রিয়। ডেমোক্র্যাটিক পার্টির সঙ্গে তিনি দীর্ঘদিন ধরে যুক্ত।
কংগ্রেসে গব্বার্ডই প্রথম হিন্দু নারী আইনপ্রণেতা। ২০২০ সালের নির্বাচনে তাঁর প্রেসিডেন্ট হওয়ার প্রবল সম্ভাবনাও আছে বলে মনে করা হচ্ছে। সত্যিই তা হলে তৈরি হবে নতুন ইতিহাস। যদিও তুলসী এখনও নিজে তার প্রার্থী হওয়ার কথা স্বীকার করেননি। তবে তিনি প্রার্থী হওয়ার সম্ভাবনার কথা উড়িয়েও দেননি। তবে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে তুলসীর প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়া নিয়ে বর্তমানে জল্পনা তুঙ্গে। প্রতিদ্বন্দ্বিতায় নামলে সর্বকনিষ্ঠ প্রেসিডেন্ট পদপ্রার্থী এবং হিন্দু প্রার্থী হওয়ার নজির গড়বেন গব্বার্ড। আর নির্বাচনে জিতলে যুক্তরাষ্ট্র পাবে প্রথম নারী প্রেসেডেন্ট।
#Diwali represents the triumph of good over evil, love over hate, and truth over lies, serving as a powerful reminder to us all at a time of such divisiveness and darkness. Let us take these lessons to heart not just during Diwali, but every day. pic.twitter.com/0asJ7V7fIe
— Rep. Tulsi Gabbard (@TulsiPress) 15 November 2018
হিন্দু ধর্মাবলম্বী ভারতীয় বংশোদ্ভূত নারী তুলসী। মার্কিন প্রতিনিধি পরিষদের চার বারের এই নারী সদস্য যুক্তরাষ্ট্রে ভারতবিরোধী কোনও সিদ্ধান্তে সবসময় প্রতিবাদ করেছেন। আর সে কারণেই যুক্তরাষ্ট্র প্রবাসী ভারতীয়দের কাছে তিনি ব্যাপক জনপ্রিয়। সম্প্রতি লস এঞ্জেলেসে একটি সভাকে ঘিরে গব্বার্ডকে নিয়ে জল্পনা জোরদার হয়েছে। সভায় মার্কিন প্রবাসী এক ভারতীয় চিকিৎসক সম্পত শিবাঙ্গি গব্বার্ডকে পরিচয় করিয়ে দিয়ে বলেন, ৩৭ বছর বয়সী এ তুলসীই হতে পারেন ২০২০ সালে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট। সংবাদ সংস্থা পিটিআই বলছে, বড়দিনের আগেই গব্বার্ডের প্রার্থী হওয়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যেতে পারে।