Monday, March 24, 2025
দেশ

‘হাউডি মোদী’ ইভেন্টে আমন্ত্রণ গ্রহণের জন্য ট্রাম্পকে স্বাগত জানালেন নমো

নয়াদিল্লি: আগামী ২২ সেপ্টেম্বর হিউস্টনে ‘হাউডি মোদী’ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইভেন্টে  ট্রাম্পের যোগ দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী অন্তত ৫০ হাজার ভারতীয় ওই অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্যাখ্যা করবেন মোদী সরকারের ৩৭০ ধারা বাতিলের কারণ।

হোয়াইট হাউস জানিয়েছে, ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মার্কিন প্রেসিডেন্টও। শুধু থাকবেন না, বক্তব্যও রাখবেন। এই প্রথম কোনও জমায়েতের সামনে যৌথভাবে বক্তব্য রাখবেন ভারতের প্রধানমন্ত্রী ও মার্কিন প্রেসিডেন্ট।

এর আগে ২ বার আমেরিকায় প্রবাসী ভারতীয়দের সামনে বক্তব্য রাখেন মোদী। হাউ ডু ইউ ডু মোদী বা সংক্ষেপে ‘হাউডি মোদী’ অনুষ্ঠানে ট্রাম্পের যোগদানের খবর নিশ্চিত করার পরই টুইটে মোদী লেখেন, হিউস্টনে যোগ দেওয়ার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ আচরণেই বোঝা যায় ভারত-আমেরিকার সম্পর্ক কতটা দৃঢ়। বোঝা যায়, মার্কিন সমাজ ও অর্থনীতির উপর ভারতীয় সম্প্রদায়ের অবদান কতটা স্বীকৃত।


বিজেপি মার্কিন যুক্তরাষ্ট্রে মোদীর ২২ সেপ্টেম্বরের এই ভাষণের গুরুত্ব অপরিসীম বলে মনে করছেন। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই অনুষ্ঠানে হাজির হওয়ার জন্য ইতিমধ্যেই ৫০ হাজারেরও বেশি অনাবাসী ভারতীয় নিজেদের নাম নথিভুক্ত করিয়েছেন। যদিও বিজেপির প্রথম সারির নেতারা মনে করছেন মোদীর ভাষণের আগে এই সংখ্যাটা ১ লাখ ছাড়িয়ে যাবে।