Sunday, June 22, 2025
Latestআন্তর্জাতিক

আমেরিকায় হামলা চালালে ইরানের ৫২ জায়গায় হামলা হবে, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

ওয়াশিংটন: গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে মার্কিন হানায় নিহত হয়েছেন ইরানি সেনা রেভোলিউশন গার্ড কোরের জেনারেল কাশেম সোলেইমানি। আমেরিকা জানিয়েছে, ইরানের সম্ভাব্য হামলা রুখতেই এই পদক্ষেপ নিয়েছে তারা। ইরান জানিয়েছে, এর ফল ভুগতে হবে আমেরিকাকে। এবার ইরানকে পাল্টা জবাব দিলেন ডোনাল্ড ট্রাম্প।

সরাসরি হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বললেন, যদি আমেরিকার নাগরিক ও সম্পদের উপরে কোনও রকম হামলার ঘটনা ঘটে, তাহলে ইরান‌ের ৫২টি গুরুত্বপূর্ণ স্থানে পাল্টা হামলা চাল‌াবে আমেরিকা। এ বিষয়ে তিনটি টুইটে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।


টুইটে ট্রাম্প জানান, আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সন্ত্রাসী নেতা সোলেইমানিকে হত্যা করেছি। সোলেইমানি সম্প্রতি এক আমেরিকানকে হত্যা করেন ও বহু মানুষকে গুরুতর জখম হন। পাশাপাশি ট্রাম্প দাবি করেন, কাশেম সোলেইমানি অসংখ্য ইরানিকেও হত্যা করেছেন।

টুইটে ট্রাম্প বলেছেন, ইরানের ৫২টি গুরুত্বপূর্ণ এলাকাকে টার্গেট করেছে আমেরিকা। এগুলির মধ্যে বেশিরভাগই ইরানের ঐতিহ্য ও সংস্কৃতির খুবই গুরুত্বপূ্র্ণ। ইরানের তরফে আমেরিকার সম্পদ বা আধিকারিকদের ক্ষতি করার চেষ্টা করলে, পাল্টা সেইসব গুরুত্বপূর্ণ এলাকায় হামলা চালাবে মার্কিন সেনা। তবে কোন কোন জায়গাকে নিশানা করেছে আমেরিকা? সে সম্পর্কে অবশ্য কিছু স্পষ্ট করেননি ট্রাম্প।