তাজমহল দর্শনে আগ্রায় পৌঁছলেন ট্রাম্প
আগ্রা: এবারই প্রথমবার ভারতে এলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সকাল ১১টা ৪০ মিনিটে গুজরাটের সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দরে অবতরণ করে তাঁর বিমান এয়ার ফোর্স ওয়ান।
বিমানবন্দর থেকে প্রথমে সরবমতী আশ্রমে যান তিনি। সেখান থেকে মোতেরা স্টেডিয়ামে ‘নমস্তে ট্রাম্প’ অনুষ্ঠান সেরে আগ্রায় পৌঁছেলন ট্রাম্প। স্ত্রী, কন্যা ও জামাইকে নিয়ে তাজমহল দর্শন করবেন ট্রাম্প।
আগ্রার বায়ুসেনা ঘাঁটিতে মার্কিন প্রেসিডেন্টকে অভ্যর্থনা জানান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল।
#WATCH US President Donald Trump and First Lady Melania Trump received by UP Governor Anandiben Patel and Chief Minister Yogi Adityanath in Agra. pic.twitter.com/eUJYtY1nIv
— ANI (@ANI) February 24, 2020
জানা গেছে, আসল সমাধিস্থলে যেতে পারবেন না ট্রাম্প। সম্প্রতি তাজমহল পরিদর্শন করে ট্রাম্পের সুরক্ষাবাহিনী জানিয়েছে, সমাধিস্থলের প্রবেশপথের উচ্চতা মাত্র পাঁচ ফুট। ট্রাম্পের পক্ষে মাথা নীচু করে সেখানে যাওয়া সম্ভব নয়।
এদিকে, ট্রাম্পের সফরের জন্য এদিন দুপুর সাড়ে ১২টা থেকে জনসাধারণের জন্য বন্ধ তাজমহল। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ট্রাম্প যতক্ষণ থাকবেন ততক্ষণ তাজমহল জনসাধারণের প্রবেশের জন্য বন্ধ থাকবে।