Monday, March 24, 2025
দেশ

মোদীর সঙ্গে এক মঞ্চে বসার জন্য মুখিয়ে আছি: ডোনাল্ড ট্রাম্প

ওয়াশিংটন: হিউস্টনে ‘হাইডি মোদী’ ইভেন্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যোগ দেওয়ার খবর নিশ্চিত হওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ২২ সেপ্টেম্বর প্রায় ৫০ হাজার ভারতীয় বংশোদ্ভূত মার্কিনদের সামনে বক্তব্য রাখবেন নমো। ব্যাখ্যা করবেন কেন্দ্রের কাশ্মীর পদক্ষেপের কারণ।

মোদীর সঙ্গে এক মঞ্চ ভাগ করে নেওয়া প্রসঙ্গে ট্রাম্প জানিয়েছেন, নরেন্দ্র মোদীর সঙ্গে এক মঞ্চে বসার জন্য তিনিও মুখিয়ে রয়েছেন। ২২ সেপ্টেম্বর ‘হাইডি মোদী’ ইভেন্টে মোদীর সঙ্গে এক মঞ্চ ভাগ করে নেবেন ডোনাল্ড ট্রাম্প। সেই ঐতিহাসিক মুহূর্ত দেখার জন্য প্রহর গুনছে গোটা বিশ্ব। হোয়াইট হাউস জানিয়েছে, ভারত-আমেরিকার মধ্যে সম্পর্ক আরও মজবুত ও দৃঢ় করতে এই সমাবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, এই সমাবেশকে হোয়াইট হাউস দারুণ গুরুত্ব দিয়ে দেখছে তা ট্রাম্পের কথাতেই স্পষ্ট। ‘হাউডি মোদী’ ইভেন্টে হাজির থাকার জন্য ইতিমধ্যেই ৫০ হাজারেরও বেশি অনাবাসী ভারতীয় নিজেদের নাম নথিভুক্ত করেছেন। যদিও ধারণা করা হচ্ছে, মোদীর ভাষণের আগে এই সংখ্যাটা ১ লাখ ছাড়িয়ে যাবে।

রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভা যোগ দিতে আমেরিকায় যাবেন নমো। বিদেশমন্ত্রক সূত্রে খবর, কাশ্মীর ও সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানের ভূমিকার কড়া সমালোচনা করবেন মোদী। এছাড়া মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বাণিজ্য শুল্ক নিয়ে আলোচনা করতে পারেন প্রধানমন্ত্রী।