Monday, March 24, 2025
দেশ

ভারত-মার্কিন সম্পর্ক জোরদার করতে ‘হাউডি মোদী’ অনুষ্ঠানে ট্রাম্প, জানাল হোয়াইট হাউস

নয়াদিল্লি: ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখোমুখি বসতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস জানিয়েছে, টেক্সাসের ‘হাউডি মোদী’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাক্ষাৎ করবেন। মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে, আমেরিকার সঙ্গে বিশ্বের প্রাচীনতম এবং বৃহত্তম গণতন্ত্রের সম্পর্ক আরও দৃঢ় করার এক দুর্দান্ত সুযোগ হবে।

আগামী ২২ সেপ্টেম্বর টেক্সাসে ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিকদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হবে। ‘হাউডি মোদী’ শীর্ষক ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখোমুখি হবেন প্রায় ৫০ হাজার বা তারও বেশি ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক। এই সভায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থাকবেন কিনা তা নিয়ে জল্পনা চলছিল বিভিন্ন মহলে। অবশেষে জল্পনার অবসান ঘটিয়ে হোয়াইট হাউস জানিয়ে দিল, ‘হাউডি মোদী’র মঞ্চে থাকবেন ট্রাম্পও।


প্রসঙ্গত, আমেরিকার মাটিতে সবচেয়ে বেশি ভোট পেয়ে সেরা বিদেশি নেতা নির্বাচিত হয়েছেন মোদী। এদিকে আগামী বছরই আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন। প্রেসিডেন্ট হিসাবে পুনর্নির্বাচিত হওয়ার জন্যে লড়াই করবেন ডোনাল্ড ট্রাম্প। মনে করা হচ্ছে এই অনুষ্ঠানে উপস্থিত ভারতীয়-মার্কিনরাও প্রেসিডেন্ট ট্রাম্পের সম্ভাব্য ভোটার।

মোদী-ট্রাম্পের এই বৈঠকের পর শুল্ক নিয়ে ভারত-আমেরিকার মধ্যে চলা কয়েক মাসের তিক্ততার অবসান ঘটিয়ে বেশ কয়েকটি প্রত্যাশিত বাণিজ্য চুক্তি ঘোষণা করার সম্ভাবনা রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর এই সফরে আমেরিকার শীর্ষ  আধিকারিকদের সঙ্গেও বৈঠক করবেন বলে জানা গেছে।