Tuesday, March 25, 2025
Latestআন্তর্জাতিক

ইমরান খানকে পাশে বসিয়ে মোদীর প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প, দেখুন সেই ভিডিও

নিউ ইয়র্ক: হিউস্টনে ‘হাউডি মোদী’ ইভেন্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মঞ্চ শেয়ার করার কয়েক ঘণ্টার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করলেন পাকিস্তানের ইমরান খানের সঙ্গে। নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার অধিবেশনের ফাঁকে ট্রাম্প-ইমরানের বৈঠক হয়। কাশ্মীর ইস্যু উঠতেই ইমরানকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেন, খুব বন্ধুত্বপূর্ণ প্রতিবেশীদের নিয়ে তাঁর বাস। এর পরেই হকচকিয়ে যান ইমরান। আর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে হাসতে থাকেন ট্রাম্প।


এ দিন আগের থেকে সুর অনেকটা নরম করে ফের কাশ্মীর নিয়ে মধ্যস্থতা প্রসঙ্গে ট্রাম্প বলেন, দুই দেশ রাজি থাকলে তিনি মধ্যস্থতায় রাজি আছেন। ট্রাম্প বলেন, যদি আমি সাহায্য করতে পারি, তাহলে নিশ্চয়ই করব। দু’দেশ চাইলে আমি রাজি।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, নরেন্দ্র মোদী ও ইমরান খানের সঙ্গে খুব ভালো সম্পর্ক আমার। আমি খুব ভালো সালিশি করতে পারব। সালিশি করতে গিয়ে কখনও আমি ব্যর্থ হইনি বলেও দাবি করেন ট্রাম্প।

ইমরান খানকে পাশে নিয়েই ট্রাম্প ‘হাউডি মোদী’-র ভূয়সী প্রশংসা করে বলেন, হিউস্টনে খুবই গ্রহণযোগ্য মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতীয়-আমেরিকানরা তা সাদরে গ্রহণ করেছেন।