ট্রাম্প-মোদীর ২১ হাজার ৫৫৪ কোটি টাকার প্রতিরক্ষা চুক্তি
হায়দরাবাদ: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে ২১ হাজার ৫৫৪ কোটি টাকার (৩০০ কোটি ডলার) প্রতিরক্ষা চুক্তি হয়েছে। মঙ্গলবার দুপুরে হায়দরাবাদ হাউজে দ্বিপাক্ষিক বৈঠকে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
নৌবাহিনীর জন্য ২৪টি মাল্টি-রোল এমএইচ-৬০ রোমিও অ্যান্টি-সাবমেরিন হেলিকপ্টার ও অ্যাপাচে হেলিকপ্টার আমেরিকার থেকে কিনবে ভারত। পাশাপাশি আধুনিক সমরাস্ত্র ও সামরিক সরঞ্জাম কেনার ব্যাপারেও দু’দেশের মধ্যে আলোচনা হয়েছে।
প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত-মার্কিন সম্পর্ক আরও শক্তিশালী করার বার্তা দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, এই চুক্তির মধ্য দিয়ে আমেরিকা- ভারতের প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার হল। এতে দু’দেশের প্রতিরক্ষা সক্ষমতা বাড়বে।
এই চুক্তি স্বাক্ষর শেষে মোদী বলেন, আমেরিকা ও ভারতের মধ্যে বন্ধন কেবল সরকারের সঙ্গে সরকারের নয়— মানুষ-কেন্দ্রিক ও মানুষের সঙ্গে মানুষের।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও আমি ইন্দো-প্যাসিফিক অঞ্চলে মুক্ত ও ভারসাম্য বজায় রেখে কাজ করতে সম্মত হয়েছি। একটি বিস্তৃত বাণিজ্য চুক্তির বিষয়েও আমরা সম্মত হয়েছি।
প্রসঙ্গত, এম এইচ ৬০ রোমিও সংক্ষেপে রোমিও হেলিকপ্টারের গুণ অনেক রয়েছে। এটি নির্ভুল নিশানায় শত্রু সাবমেরিনকে ধ্বংস করে দিতে পারে নিমেষেই। সমুদ্রে নজরদারি চালাতেও এর জুড়ি মেলা ভার।
মার্কিন ডিফেন্স সিকিউরিটি কর্পোরেশন এজেন্সি (DSCA) বিবৃতিতে জানিয়েছে, নতুন এই চুক্তি সামরিক ক্ষেত্রে ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করে তুলবে। শুধু সামরিক ক্ষেত্রই নয়, রাজনৈতিক স্থিতাবস্থা, অর্থনীতি, এবং ব্যবসাবাণিজ্য সংক্রান্ত বিষয়েও দু’দেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে।