Thursday, November 13, 2025
বিনোদন

অসমের বন্যাত্রাণে ১ কোটি টাকা দান করলেন অক্ষয় কুমার

গুয়াহাটি: করোনা মোকাবিলায় মোদী সরকারের পাশে দাঁড়িয়েছিলেন অক্ষয় কুমার৷ এবার বন্যা কবলিত অসমের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বলিউড অভিনেতা৷ মঙ্গলবার অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল টুইট করে এই খবর জানিয়েছেন।

টুইটে মুখ্যমন্ত্রী লেখেন, অসম সরকারের বন্যা ত্রাণ তহবিলে ১ কোটি টাকা দান করার জন্য অক্ষয় কুমারকে ধন্যবাদ৷ আপনি সবসময়েই দুঃসময়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন৷ অসমের প্রকৃত বন্ধু আপনি৷ ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি আরও উন্নতির শিখরে পৌঁছন, সেই কামনাই করি।

বিহার এবং অসমে লাখ লাখ মানুষ বন্যায় বিপর্যস্ত। বিহারে প্রায় ৭৬ লাখ মানুষ বন্যার কবলে পড়েছে। একই অবস্থা অসমেরও। অক্ষয় কুমার এই দুই রাজ্যের জন্যই সাহায্যের হাত বাড়িয়ে দিলেন।

একদিকে করোনার দাপট তার উপর আবার বন্যা। দুই মিলিয়ে খুবই খারাপ অবস্থা বিহার এবং অসমের৷ এই খারাপ পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অক্ষয় কুমার। সেজন্যে বলিউড খিলাড়িকে কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরা।

তবে এবারই প্রথম নয়, গত বছরও অসমের বন্যাত্রাণে ২ কোটি টাকা সাহায্য করেছিলেন অক্ষয়। পুলওয়ামায় জঙ্গি হামলায় শহিদদের পরিবারের পাশেও দাঁড়িয়েছিলেন অভিনেতা৷ শহিদদের পরিবারের জন্য ৫ কোটি টাকা দিয়েছিলেন অক্ষয় কুমার।