Monday, March 24, 2025
দেশ

যোগী রাজ্যে লুঙ্গি-গেঞ্জি পরে ট্রাক চালালেই ২ হাজার টাকা জরিমানা, জারি নয়া পোশাক বিধি

লখনউ: উত্তরপ্রদেশের ট্রাক চালকদের জন্য জারি করা হলো নয়া পোশাক বিধি আইন। এবার থেকে যেকোনও বাণিজ্যিক যানবাহন চালানোর ক্ষেত্রে কোনও ব্যক্তি যদি লুঙ্গি আর গেঞ্জি পরে ট্রাক চালান তাহলে তাকে ২ হাজার টাকা পর্যন্ত জরিমানা করবে উত্তরপ্রদেশ পুলিশ।

সংশোধিত আইন অনুযায়ী, উত্তরপ্রদেশের কোনও ট্রাক চালককে লুঙ্গি-গেঞ্জি পরে ট্রাক চালাতে দেখা গেলেই ২,০০০ টাকা জরিমানা করা হবে। আগে এই জরিমানার পরিমাণ ছিল ৫০০ টাকা। নয়া আইনে ট্রাক চালক এবং হেল্পারদের ফুল প্য়ান্ট, শার্ট বা টি-শার্ট, এবং জুতো পরতে হবে।

লখনউ ট্রাফিকের এএসপি পুর্ণেন্দপু সিং জানিয়েছেন, পোশাক বিধির বিষয়টি ১৯৩৯ সাল থেকে মোটর ভেহিকেল আইনের অধীনেই ছিল। এই বিধি লঙ্ঘন করা হলে ৫০০ টাকা জরিমানার কথাও উল্লেখ করা ছিল। তবে এবার মোটর ভেহিকেলস অ্যাক্ট ২০১৯-এর ১৭৯ ধারা অনুসারে সেই জরিমানার অঙ্কটি বাড়িয়ে ২ হাজার টাকা করা হল।

উত্তরপ্রদেশের অতিরিক্ত ট্রান্সপোর্ট কমিশনার জানিয়েছেন, এই নতুন পোশাক বিধি আইন শুধু বেসরকারি নয়, সরকারি গাড়ির চালকদের ক্ষেত্রেও প্রযোজ্য। ট্রাক চালকদের পাশাপাশি স্কুলের গাড়িগুলির চালকদের জন্যও এমন পোশাক বিধি নির্দিষ্ট করে দেওয়া হবে বলে তিনি জানান।