এনআরসি চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন ত্রিপুরার রাজপরিবার
আগরতলা: নাগরিক পঞ্জি (এনআরসি) নিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন ত্রিপুরার রাজপরিবারের উত্তরসূরি প্রদ্যুত কিশোর দেববর্মণ। সোমবার আদালত মামলাটি গ্রহণ করেছে। প্রদ্যুত কিশোর দেববর্মণ বলেন, কাউকে রাজ্য থেকে বহিষ্কারের তিনি পক্ষপাতী নন। তবে ত্রিপুরার ভারতভুক্তির জনবিন্যাসকে ভিত্তি করে সংসদীয় রাজনীতিতে পরিবর্তন আনতেই তিনি মামলা করেছেন।
ত্রিপুরার শেষ মহারাজা কিরীট বিক্রম দেববর্মণের ছেলে প্রদ্যুতের দাবি, ১৯৫১ সালের আগে ত্রিপুরায় উপজাতিরাই সংখ্যাগরিষ্ঠ ছিলেন। এখন সেই জনবিন্যাসে পরিবর্তন এলেও উপজাতিদের জন্য সংরক্ষণ বাড়াতে হবে বলে রিট পিটিশনে তিনি দাবি করেন। তাঁর সাফ কথা রাজ্য বিধানসভার ৬০টি আসনের মধ্যে ৩০টি উপজাতিদের জন্য সংরক্ষিত করতে হবে।
Tripura king’s son Pradyot Debbarman to file petition in Supreme Court for NRC in statehttps://t.co/DT48bEbVnD pic.twitter.com/THJLN21g2j
— Financial Express (@FinancialXpress) 21 October 2018
প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি প্রদ্যুত আরও জানিয়েছেন, এনআরসি চাইলেও তিনি বাঙালি খেদাও-এর বিরোধী। এমনকি, পাতলা কন্যা জামাতিয়ার করা অপর একটি রিট পিটিশনেরও তিনি বিরোধিতা করেন।
উল্লেখ্য, ত্রিপুরা পিপলস ফ্রন্টের ব্যানারে করা অপর রিট পিটিশনে অবৈধ বাংলাদেশিদের শনাক্ত করে বিতাড়নের কথা বলা হয়েছে। তবে দুটি মামলাকেই গুরুত্ব দিতে নারাজ ত্রিপুরা সরকার। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল অরুনকান্তি ভৌমিক বলেন, ত্রিপুরায় এনআরসি অপ্রাসঙ্গিক। তাই এই সব মামলাকে বাড়তি গুরুত্ব দিয়ে লাভ নেই।