২০১৯-এই তোষণের রাজনীতির অবসান ঘটাতে হবে: অমিত শাহ
নয়াদিল্লি: তোষণ বা তুষ্টিকরণের রাজনীতির বিরুদ্ধে এবার জোর সওয়াল করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, এত দিন ধরে তাৎক্ষণিক তিন তালাকের মতো একটি কুপ্রথা জিইয়ে রাখার পিছনে কারণ ছিল তুষ্টিকরণের রাজনীতি।
রবিবার দিল্লির শ্যামাপ্রসাদ মুখার্জি রিসার্চ ফাউন্ডেশনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ বলেন, তিন তালাক প্রথাটি কোটি কোটি মুসলিম মেয়েদের কাছে একটি কাছে দুঃস্বপ্নের মতো ছিল। তিনি বলেন, কিছু ব্যক্তি বিজেপি সরকারের বিরুদ্ধে অভিযোগ করেছে যে এ জাতীয় পদক্ষেপটি মুসলিম বিরোধী। আমি এটা স্পষ্ট করে দিতে চাই যে এটি কেবল এবং কেবলমাত্র মুসলমানদের উপকারের জন্যই করা হয়েছে।
বিরোধী দল কংগ্রেসকে তীব্রভাবে আক্রমণ করে তিনি বলেন, দলটির লজ্জা নেই এবং তার জন্যেই তিন তালাকের বিরুদ্ধে আনা আইনটির বিরোধিতা করে চলেছে।
শাহ বানুর মামলায় সুপ্রিম কোর্টের রায় প্রত্যাহার করার জন্য একটি আইন আনার বিষয়ে রাজীব গান্ধী সরকারের সিদ্ধান্তের কথা উল্লেখ করে তিনি বলেন, সংসদের ইতিহাসে এটি একটি কালো দিন হিসাবে বিবেচিত হবে। এটি একটা কুপ্রথা ছিল, তিন তালাকের সমর্থনকারী এবং বিরোধিতাকারী, উভয়পক্ষের মনে এই বিষয়ে কোনও সন্দেহ থাকার কারণ নেই।
জনগণের যেকোন ধরণের কুপ্রথা নির্মূলের পদক্ষেপগুলিকে স্বাগত জানানো উচিত, তবে তিন তালাকের ক্ষেত্রে এর বিরোধিতা হয়েছে। তিনি বলেন, তুষ্টিকরণের রাজনীতিই এর জন্য দায়ী। আর এর পিছনে ছিলো ভোট ব্যাংকের রাজনীতি।