পশ্চিমবঙ্গের বাইরে একাধিক রাজ্যে লোকসভা নির্বাচনে প্রার্থী দেবে তৃণমূল
কলকাতা: লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের বাইরেও একাধিক রাজ্যে প্রার্থী দিতে চলেছে তৃণমূল কংগ্রেস। শুক্রবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বর্ধিত কোর কমিটির বৈঠকে একথা জানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, অসম, ত্রিপুরা, ওড়িশা ও ঝাড়খণ্ডে কয়েকটি আসনে প্রার্থী দেবে তৃণমূল কংগ্রেস। পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, মধ্যপ্রদেশে ভোটে লড়বে না তৃণমূল। ঝাড়খণ্ডে তৃণমূলস্তর থেকে কাজ করুন। এ দিনের বৈঠকে অংশ নেন দলের সাংসদ, বিধায়ক, পুর এবং পঞ্চায়েত প্রতিনিধি-সহ জেলা সংগঠনের নেতৃত্ব।
এদিন তৃণমূলের বর্ধিত সাধারণ সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ইভিএম ভালো করে যাচাই করতে হবে। ৩ বার ইভিএম যাচাই করতে হবে। ভোটার তালিকার দিকে নজর দিন। ইভিএমে কারচুপি করতে চায় বিজেপি। দলের যুব নেতাদের নির্দেশ দিয়ে মমতা বলেন, ৩০টি করে দেওয়াল লিখতে হবে। আগামী ১৯ জানুয়ারি থেকে বুথে বুথে বৈঠক। দেওয়াল লিখনে জোর দিন।
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের বর্ধিত কোর কমিটির বৈঠক। লাইভ দেখুন আমার #ফেসবুক পেজে। আজ সকাল সাড়ে ১১টা থেকে >> https://t.co/KDfICqgFWn pic.twitter.com/DKXx8QZSdC
— Mamata Banerjee (@MamataOfficial) 16 November 2018
মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, ঝাড়খণ্ড দেখবে অরূপ বিশ্বাস, শুভেন্দু। অসমের পরিস্থিতির দিকে নজর দিন, কোচবিহার, জলপাইগুড়ির নেতাদের নির্দেশ দিলেন মমতা। অন্যদিকে, মুখ্যমন্ত্রী জানান, কিষাণগঞ্জ, ওড়িশার দায়িত্বে শুভেন্দু, মণিপুরের দায়িত্বে ডেরেক ও’ব্রায়েন, মহারাষ্ট্রের দায়িত্বে দীনেশ ত্রিবেদী, ওড়িশার কয়েকটি আসনে তৃণমূল লড়বে। বিহার দেখবে অর্জুন সিং। প্রতি মাসে সব রাজ্যের রিপোর্ট নেব বলে জানান মুখ্যমন্ত্রী।