এবার ভোটে জিতলে অসমাপ্ত কাজগুলি শেষ করব, প্রতিশ্রুতি দেবের
ঘাটাল: ২০১৯ সালের লোকসভা ভোটে জিততে পারলে মানুষ নতুন এক দেবকে দেখবে। বৃহস্পতিবার নির্বাচনী প্রচারে গিয়ে এমনটাই বললেন ঘাটাল কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপক অধিকারী তথা অভিনেতা দেব।
দেব বলেন, সাংসদ হওয়ার পর গত ৫ বছর তাঁকে অনেক কিছু শিখতে হয়েছে। ইচ্ছে থাকলেও তিনি অনেক কাজ করতে পারেননি। এবার সেই কাজগুলি পূরণ করব।
এদিন সকালে নিজের গ্রামের বাড়িতে গিয়ে সকলের আশীর্বাদ নেন। মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করেন। সেখানে তিনি বলেন, সাংসদ হিসাবে অনেক কাজ করেছেন। এবার ভোটে জিতলে আরও কাজ করবেন।
২০১৪ সালের নির্বাচনে দেব জিতলেও লিড পাননি নিজের গ্রামে। তবে এবার তিনি আশাবাদী যে নিজের গ্রামেও লিড পাবেন তিনি। গ্রামবাসী চান এবারও জিতুক দেব। তবে দেবকে নিয়ে গর্ব থাকলেও কিছু অভিমানও রয়েছে গ্রামবাসীদের।
গ্রামেরই বাসিন্দা পেশায় শিক্ষক রঞ্জন প্রামাণিকের অভিযোগ, সাংসদ হয়ে অনেক কাজ করলেও নিজের গ্রামের জন্য কিছু করেননি দেব। আমরা চাই এবার জিতে গ্রামের জন্য কিছু করুক।