Sunday, September 15, 2024
রাজ্য​

বাঙালি হত্যা, তিনসুকিয়া পৌঁছেলেন তৃণমূলের প্রতিনিধি দল

গুয়াহাটি: ১ নভেম্বর রাতে অসমের তিনসুকিয়া জেলার একটি গ্রামে একই পরিবারের তিনজনসহ মোট পাঁচ বাঙালিকে গুলি করে হত্যা করা হয়। মর্মান্তিক এই হত্যাকাণ্ডের জেরে ভয়ে কাঁপছে অসম। অসমের পরিস্থিতি খতিয়ে দেখতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তিনসুকিয়া পৌঁছেলেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল।

রবিবার ভোরের বিমানে অসমে পৌঁছেছেন তৃণমূলের প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলে রয়েছেন তৃণমূলের তিন সাংসদ ও এক বিধায়ক। দলের জাতীয় মুখপাত্র ডেকের ও’ব্রায়ানের নেতৃত্বে এই প্রতিনিধি দলের বাকি সদস্যরা হলেন বনগাঁর সাংসদ মমতাবালা ঠাকুর, রাজ্যসভার সাংসদ নাদিমূল হক, করিমপুরের বিধায়ক মহূয়া মৈত্র।

নিহতদের পরিবার-পরিজনের এই কঠিন সময়ে তাদের পাশে দাঁড়াতেই রবিবার তৃণমূলের প্রতিনিধি দল গেছেন অসমে। নিহত পাঁচ জনের পরিবারের সঙ্গে কথা বলবেন তৃণমূলের প্রতিনিধি দলের সদস্যরা। তাঁদের পাশে থাকার আশ্বাস দেওয়া হবে। দেওয়া হতে পারে আর্থিক সাহায্যাও।

এনআরসি তালিকা প্রকাশের পর উত্তপ্ত হয়ে উঠেছিল গোটা অসম। সেই সময়ও অসমে প্রতিনিধিদল পাঠিয়েছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু আইনশৃঙ্খলা অবনতি হতে পারে। এমন যুক্তি দেখিয়ে শিলচর বিমানবন্দরেই তাঁদেরকে রুখে দেয় পুলিশ। তবে, এবার যাতে সেই একই পরিস্থিতির শিকার না হয় প্রতিনিধিদল সেই কারণে আগেভাগেই কড়া পদক্ষেপ নিচ্ছে তৃণমূল।