Monday, June 16, 2025
Latestদেশ

কাল বিলম্ব না করে ধর্ষকদের দ্রুত সর্বোচ্চ শাস্তি দিতে হবে: মিমি চক্রবর্তী

কলকাতা: হায়দরাবাদে তরুণী পশু চিকিৎসককে গণধর্ষণ এবং পুড়িয়ে খুনের ঘটনায় উত্তাল গোটা দেশ। সোমবার সংসদে মহিলাদের নিরাপত্তা নিয়ে বক্তব্য রাখতে গিয়ে ক্ষোভ উগরে দেন সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন। তার দাবি, প্রকাশ্যেই অভিযুক্তদের শাস্তি দেওয়া উচিত। জয়া বচ্চনের এই মন্তব্যকে সমর্থন জানালেন যাদবপুরের তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী।

গত বুধবার হায়দরাবাদে ২৬ বছর বয়সী পশু চিকিৎসকের গণধর্ষণ ও খুনের ঘটনা নিয়ে মিমি চক্রবর্তী টুইট বার্তায় লিখেছেন, আমি জয়া বচ্চনের মন্তব্যকে সমর্থন জানাচ্ছি। শুধুমাত্র দ্রুত এবং দৃষ্টান্তমূলক শাস্তিই মহিলাদের যৌন নিগ্রহের হাত থেকে বাঁচাতে পারে। আমার মনে হয় না, নিরাপত্তা দিয়ে ধর্ষকদের আদালতে নিয়ে যাওয়ার দরকার আছে বা বিচারের জন্য অপেক্ষা করতে হবে। সঙ্গে সঙ্গে শাস্তির ব্যবস্থা করতে হবে।

মিমি চক্রবর্তী টুইট করে জানান, সব মন্ত্রীদের কাছে অনুরোধ করছি, এমন কঠোর আইন আনা প্রয়োজন, ধর্ষণ করার আগে ১০০ বার ভাবা উচিত। এমনকি মেয়েদের দিকে খারাপ উদ্দেশ্যে তাকাতে ভয় পায়।


সোমবার হায়দরাবাদে গণধর্ষণ ও খুনের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে সমাজবাদী পার্টি সাংসদ জয়া বচ্চন সংসদে বলেন, এই সমস্ত মানুষকে জনগণের হাতে তুলে দেওয়া উচিত এবং গণপিটুনি দিয়ে মারা উচিত। আমি মনে করি এটাই সময়। সে নির্ভয়া হোক বা কাঠুয়া বা এবারের বর্বোরচিত ঘটনা। তিমি বলেন, যারা মহিলা ও শিশুদের এই ধরণের ঘৃণ্য অপরাধ থেকে রক্ষা করতে ব্যর্থ তাদের লজ্জা হওয়া উচিত।