Tuesday, March 25, 2025
রাজ্য​

‘২০০ বছরেও প্রধানমন্ত্রীর গেট পর্যন্ত যেতে পারবে না মমতা’

তমলুক: বিজেপির কেন্দ্রীয় সচিব তথা উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের প্রার্থী রাহুল সিনহা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন। রাহুল সিনহা বলেন, রাতে কালীঘাটের বাড়িতে শুয়ে আমি ‘প্রধানমন্ত্রী’ হয়ে গিয়েছি। এই স্বপ্ন দেখা যায়। কিন্তু বাস্তবে প্রধানমন্ত্রী হওয়া অনেক কঠিন। ২০০ বছর কাটলেও প্রধানমন্ত্রীর বাইরের গেট পর্যন্তও যেতে পারবে না তৃণমূল।

রামনগরের বাড়সোলেমানপুরে কর্মীসভায় রাহুল সিনহা বলেন, তৃণমূলকে বাংলা ছাড়া করব। কাঁথি ছাড়া করব। এই প্রতিজ্ঞা এখানে সমস্ত কর্মীরা নিয়ে নিয়েছে। আসন কম হল আর বেশি হল এটা বড় জিনিস নয়। তৃণমূল মুক্ত বাংলা, তৃণমূল মুক্ত কাঁথি গড়ার প্রতিজ্ঞা নিয়েছি আমরা।

তৃণমূলের ইস্তেহার প্রসঙ্গে রাহুল সিনহা বলেন, বিজেপি কালীঘাটের পার্টি নয়। তৃণমূলের ইস্তেহার প্রকাশ খুবই হাস্যকর ব্যাপার। পঞ্চায়েত, পুরসভা না রাজ্য বিধানসভা নির্বাচন চলছে। তৃণমূল কটা আসন জিততে পারবে সেই হিসাবটা আগে করুক। তৃণমূল যদি রাজ্যের সব আসনও (৪২টি) জিতে তাহলে কেন্দ্রীয় সরকারের একটা বিন্দুও পূরণ হবে না। তাহলে এই ইস্তেহারের মানে কি? তা হল মানুষকে ঠকানো।

রাহুল সিনহার অভিযোগ, তৃণমূল দমন পীড়ন নীতির মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা করছে। তিনি দাবি করেন, কেন্দ্রের আয়ুষ্মান-সহ একাধিক প্রকল্পকে রাজ্যে ঢুকতে দেয়নি তৃণমূল। তৃণমূল আমলে শুধু টাকা চুরি হয়েছে বলেও অভিযোগ করেন রাহুল সিনহা।