Tuesday, June 24, 2025
Latestআন্তর্জাতিক

রাতে অক্সিজেন দেয় গাছ, পাক প্রধানমন্ত্রীর বক্তব্যে হাসির রোল সোশ্যাল মিডিয়ায়

ইসলামাবাদ: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান নানা ধরনের উদ্ভট মন্তব্য করে এর আগেও ব্যাপক সমালোচিত হয়েছেন। সম্প্রতি  প্রধানমন্ত্রী ইমরান খান যা বললেন, তাতে হাসির রোল থামছেই না টুইটারে। পাক প্রধানমন্ত্রী ইমরান খানের মন্তব্যে উত্তাল সোশ্যাল মিডিয়া। ফেসবুক টুইটারে চলছে হাসির ফোয়ারা সঙ্গে ট্রোলের বন্যা।

এক অনুষ্ঠানে জোর গলায় প্রধানমন্ত্রী বলেন, দারাখত রাত মে অক্সিজেন দেতা হ্যায়। ইমরান খানের এই মন্তব্যকে ‘নতুন বৈজ্ঞানিক আবিষ্কার’ বলে মনে করছেন নেটিজেনরা। প্রধানমন্ত্রী একটি স্কলারশিপের অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন, সেখানেই এহেন বেফাঁস এই মন্তব্য করে বসেন ইমরান খান।

পাক সাংবাদিক নায়লা ইনায়াত্‍‌ একটি ভিডিও পোস্ট করেছেন। তাতে ইমরান খানকে বলতে শোনা যায়, রাতে অক্সিজেন দেয় গাছ। ১৫ মিনিটের ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, গাছেরা রাতে অক্সিজেন দেয় : দেখালেন আইনস্টাইন খান।

ভিডিওতে ইমরান খান বলেছেন, ১০ বছরের মধ্যে ৭০ শতাংশ সবুজ কমেছে। তার ফলে ভুগতে হবে আমাদের। কারণ গাছ বায়ুকে পরিষ্কার করে, রাতে অক্সিজেন দেয়। গাছেরা কার্বন-ডাই-অক্সাইড টেনেও নেয়।


ভিডিওটি ভাইরাল হতেই শুরু হয়েছে রসিকতা। কটাক্ষ করে অনেকেই বলছেন, এই জ্ঞানের জন্য ইমরান খানকে নোবেল দেওয়া হোক। প্রধানমন্ত্রীকে বলেন, অন্যকে উপহাস করার আগে তাঁর বিজ্ঞানের জ্ঞানকে সংশোধন করা উচিত। আবার কেউ কেউ বলেছেন, অক্সফোর্ডের স্নাতক হয়ে কিভাবে এইরকম ভুল করতে পারেন ?