Tuesday, January 14, 2025
আন্তর্জাতিক

আজ সারাবিশ্বে ‘ভালোবাসা দিবস’, পাকিস্তানে ‘বোন দিবস’

ইসলামাবাদ: পাকিস্তানে বিশ্ব ভালোবাসা দিবস পালনের ওপর নিষেধাজ্ঞা বহাল রেখেছেন সেদেশের আদালত। দেশজুড়ে ‘ভ্যালেন্টাইনস ডে’ পালনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে এক রায় দেয় ইসলামাবাদ হাইকোর্ট। মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) এই রায় আবারও বহাল রাখে দেশটির সর্বোচ্চ আদালত।

এই আদেশ বাস্তবায়নের জন্য ইসলামাবাদের চিফ কমিশনারকে নির্দেশ দেয় আদালত। এছাড়া কেউ যদি এই দিবস পালন করে তাহলে ওই ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও নির্দেশ দেয়া হয়েছে।

ইসলামের সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষা করতেই এই পদক্ষেপ বলে জানা গেছে। এমনকি ওই দিনে মেয়েদের উপহার হিসেবে কী দেওয়া হবে, সেই নির্দেশিকাও দেওয়া হয়েছে। এদিন মেয়েদের উপহার হিসেবে দেওয়া যেতে পারে ওড়না ও গা’ঢাকা পোশাক।

বোনদের পাকিস্তানের মানুষেরা কতটা ভালোবাসে, সেটা প্রকাশ্যে আনতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। স্বামী-স্ত্রী অথবা প্রেমিক-প্রেমিকাদের মধ্যেকার ভালোবাসার থেকেও ভাই-বোনের সম্পর্ক মহৎ বলে জানানো হয়ছে।

তবে এ বারই প্রথম বার নয়, এর আগেও ইসলামাবাদ হাইকোর্টের নির্দেশিকায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল সমস্ত রকম ভ্যালেন্টাইন’স ডে উদযাপনের ওপরে।