কাশ্মীরে গুলির লড়াইয়ে খতম লস্কর জঙ্গি নেতা আসিফ
সোপোর: কাশ্মীরের সোপোরে গুলির লড়াইয়ে নিকেশ হল শীর্ষ লস্কর-ই-তৈবা সন্ত্রাসবাদী। মৃতের নাম আসিফ বলে জানা গিয়েছে। আহত হয়েছেন ২ পুলিশকর্মী। গত সপ্তাহে সোপোরে ফল ব্যবসায়ীর বাড়িতে হামলা চালিয়েছিল আসিফ। ফল ব্যবসায়ীকে না পেয়ে তাঁর দুই ভাই এবং আড়াই বছরের ভাইঝি আসমাকে গুলি করে পালিয়ে গিয়েছিল। ঘটনার এক সপ্তাহ কাটল না, লস্কর জঙ্গি আসিফকে খতম করল ভারতীয় সেনা।
জম্মু-কাশ্মীর পুলিশ জানিয়েছে, আসিফ গাড়িতে করে যাওয়ার পথে ক্রসিংয়ে তাকে আটকায় নিরাপত্তা রক্ষীরা। তবে গাড়ি না-থামিয়ে নিরাপত্তা রক্ষীদের দিকে গুলি ছুড়তে ছুড়তে শুরু করে আসিফ। পালটা গুলি ছুড়লে মৃত্যু হয় আসিফের।
ফল ব্যবসায়ীকে না পেয়ে তাঁর দুই ভাই এবং আড়াই বছরের ভাইঝি আসমাকে হত্যা ছাড়াও শ্রমিক শফি আসমের ওপর হামলাতেও জড়িত ছিল আসিফ। একাধিক নাশকতা ও খুনের পিছনে ছিল তার হাত। বহুদিন ধরেই তাকে ধরার চেষ্টা চলছিল।
প্রসঙ্গত, গতকাল মঙ্গলবারই লস্করের ৮ জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে । ধৃতদের নাম আইজাজ মীর, ওমর মীর, তৌসিফ নাজার, ইমতিয়াজ নাজার, ওমর আকবর, ফৈজান লতিফ, ড্যানিশ হাবিব ও শৌকত আহমেদ মীর।