Saturday, June 21, 2025
Latestআন্তর্জাতিক

ভারতের সঙ্গে ব্যবসা বন্ধ, পাকিস্তানে টমেটোর কেজি ৪০০ টাকা

ইসলামাবাদ: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সরকার ভারতের সঙ্গে ব্যবসা বন্ধ করায় চরম বেকাদায় পাকিস্তানের আমজনতা। ইমরান খানের এই সিদ্ধান্ত যেন তাদের মাথায় বাজ হিসেবে পড়েছে। পাকিস্তানে টমেটোর দাম অতীতের সব রেকর্ডকে ছাড়িয়ে দেশটির বিভিন্ন প্রান্তে টমেটো ৪০০ টাকা কেজি প্রতি বিক্রি হচ্ছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের করাচি শহরে প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে ৪০০ টাকায়। গত সোমবার টমেটোর দাম ছিল ৩০০ থেকে ৩২০ টাকা প্রতি কেজি। বাজারে টমেটোর ঘাটতি দেখে অসাধু টমেটো ব্যবসায়ীরা দাম হাঁকিয়েই চলেছেন।

টমেটোর দাম বাড়া নিয়ে পাকিস্তানের সাধারণ মানুষ বেজায় সমস্যায় পড়েছেন। দেশটির একাধিক গণমাধ্যমে বলা হয়েছে, আমজনতা এখন আর কেজিতে টমেটো কিনছেন না। পকেট বাঁচাতে এখন ১টি থেকে ২টি বা ১০০-২০০ গ্রাম হিসেবে টমেটো কিনছেন। পাকিস্তানে টমেটোর আকাশছোঁয়া দাম নিয়ে সংবাদমাধ্যম, সোশ্যাল মিডিয়ায় ব্যঙ্গ শুরু হয়েছে।

চলতি বছরের ৫ আগস্ট মোদী সরকার ভারতের সংবিধানের ৩৭০ ধারা বাতিলের পর ক্ষোভে ফেটে পড়ে পাকিস্তান। যার পরিপ্রেক্ষিতে ভারতের সঙ্গে ব্যবসা বন্ধ করে দেয়। ইমরান খান সরকারের এহেন সিদ্ধান্তে এখন কাঁদিয়ে ছাড়ছে পাকিস্তনের সাধারণ জনগণকে। ভারত থেকে আমদানি করা পণ্য-সামগ্রীর ওপর পুরোপুরি নিষেধাজ্ঞা জারি করার পর পাকিস্তানে টমেটোর দাম আকাশছোঁয়া।