Sunday, March 16, 2025
দেশ

জোর ধাক্কা খেল কংগ্রেস! বিজেপিতে যোগ দিলেন সোনিয়ার কাছের লোক

নয়াদিল্লি: লোকসভা নির্বাচনের আগে ফের বড়সড় ধাক্কা খেল কংগ্রেস। সোনিয়া গান্ধীর কাছের লোক বলে পরিচিত টম ভাদাক্কান যোগ দিলেন বিজেপিতে।

বিজেপিতে যোগ দিয়েই তাঁর অভিযোগ, সশস্ত্র বাহিনীর অখণ্ডতা নিয়ে প্রশ্ন তুলেছিল কংগ্রেস। এছাড়া তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়নের উপর আস্থা রয়েছে তাঁর।

বিজেপিতে যোগ দেওয়ার পর টম ভাদাক্কান বলেন, পাকিস্তানি জঙ্গিরা পুলওয়ামায় আত্মঘাতী হামলা চালায়। সেই সময় কংগ্রেসের প্রতিক্রিয়া তাঁকে আঘাত করেছে। যদি একটি রাজনৈতিক দল এমন অবস্থান নেয়, যা কিনা দেশের বিরোধী, তখন তাঁর সামনে দল ছেড়ে দেওয়া ছাড়া আর কোনও উপায় থাকে না বলে জানান টম ভাদাক্কান।

টম ভাদাক্কান আরও বলেন, তিনি তাঁর জীবনের মূল্যবান সময় কংগ্রেসের জন্য দিয়েছেন। কিন্তু সেখানে এখন বংশের রাজনীতি অধিকার বিস্তার করেছে। কংগ্রেসে এখন স্বশ্রদ্ধাশীল মানুষের কোনও স্থান নেই বলেও মন্তব্য করেছেন তিনি।