Friday, March 21, 2025
Latestদেশ

রাঁধুনীকে বলে দিয়েছি, রান্নায় পেঁয়াজ বন্ধ: শেখ হাসিনা

নয়াদিল্লি: ভারত পেঁয়াজের রপ্তানি বন্ধ করে দেওয়ায় বেজায় সমস্যায় বাংলাদেশ। চার দিনের ভারত সফরের দ্বিতীয় দিনে সেকথা স্বীকার করে নিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, রাঁধুনিকে তিনি রান্নায় পেঁয়াজ দিতে বারণ করে দিয়েছেন। ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ায় কার্যত পুরো উপমহাদেশজুড়ে হেঁসেলে হেঁসেলে দুঃস্বপ্ন নেমে এসেছে।

শেখ হাসিনা আহ্বান জানিয়েছেন, ভবিষ্যতে রপ্তানি বন্ধের মত সিদ্ধান্ত নেওয়ার আগে ভারত সরকার যেন প্রতিবেশীদের আগে থেকে জানিয়ে প্রস্তুতি নেওয়ার সুযোগটুকু দেয়। চার দিনের ভারত সফরের দ্বিতীয় দিন শুক্রবার নয়াদিল্লির আইটিসি মৌর্য হোটেলে বাংলাদেশ-ভারত বিজনেস ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা দেন শেখ হাসিনা।

এক পর্যায়ে হিন্দিতে শেখ হাসিনা বলেন, পেঁয়াজ মে থোড়া দিক্কত হো গিয়া হামারে লিয়ে। মুঝে মালুম নেহি, কিউ আপনে পেঁয়াজ বন্ধ কর দিয়া! ম্যায়নে কুক কো বোল দিয়া, আব সে খানা মে পেঁয়াজ বন্ধ কারদো। যার বাংলা অর্থ- পেঁয়াজ কেনা আমাদের জন্য সত্যিই কঠিন হয়ে গিয়েছে। আমি জানি না কেন আপনারা রপ্তানি বন্ধ করে দিলেন। আমি আমার রাঁধুনিকে পেঁয়াজ ছাড়া রান্না করতে বলে দিয়েছি। বাংলাদেশি প্রধানমন্ত্রীর এই বক্তব্য শুনে সম্মেলন উপস্থিত দু’দেশের ব্যবসায়ী প্রতিনিধি থেকে শুরু করে শ্রোতারাও হাসিতে ফেটে পড়েন।


গত ২৯ সেপ্টেম্বর থেকে পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছে ভারত। তবে শুধু বাংলাদেশ নয়, পাকিস্তান, কাঠমান্ডু থেকে কলম্বো- দক্ষিণ এশিয়ার অনেক দেশকেই পেঁয়াজের যোগানের জন্য ভারতের ওপর নির্ভর করে। বৃষ্টি আর বন্যায় এবার পেঁয়াজের ফলন মার খাওয়ায় ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করেছে। ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধের কয়েক ঘণ্টার মধ্যে বাংলাদেশের রাজধানী ঢাকার বাজারে প্রতি কেজি পেঁয়াজের দাম দ্বিগুণ বেড়ে ১২০ টাকায় পৌঁছায়।