Saturday, June 21, 2025
Latestদেশ

পাশ নাগরিকত্ব সংশোধনী বিল, ‘ভারতীয় সংবিধানের ইতিহাসে কালো দিন’, বললেন সোনিয়া

নয়াদিল্লি: লোকসভার পর এবার নাগরিকত্ব সংশোধন বিল রাজ্যসভায় পাশ হল। বিলের পক্ষে ভোট পড়েছে ১২৫টি এবং বিপক্ষে ১০৫টি ভোট পড়েছে। বিজেপি জানিয়েছে, পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে ধর্মীয় নির্যাতনের হাত থেকে বাঁচতে ভারতে পালিয়ে আসা অমুসলিম শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব দেওয়াই এই বিলের লক্ষ্য।

বুধবার রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হওয়ার পর কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধীর প্রতিক্রিয়া, আজ ভারতীয় সংবিধানের ইতিহাসে কালো দিন। ভারতের বহুত্ববাদের উপরে নিম্নরুচি ও ধর্মান্ধতার জয় হল।


অন্যদিকে, রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পাশের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটারে লিখেছেন, ভারতের জন্য ঐতিহাসিক দিন। নাগরিকত্ব সংশোধনী বিল পাস হওয়ায় আমি খুশি। যাঁরা পক্ষে ভোট দিয়েছেন, তাঁদের সকলকে ধন্যবাদ জানাই। এই বিল নির্যাতিতদের কয়েক বছরের কষ্টের উপশম করবে।

রাজ্যসভায় মোট আসন ২৪৫টি। তবে ফাঁকা ছিল ৫টি আসন। ফলে সংখ্যাগরিষ্ঠতার জন্য বিজেপির দরকার ছিল ১২০টি ভোট। বিলের পক্ষে ভোট পড়েছে ১২৫টি এবং বিপক্ষে পড়ে ১০৫টি ভোট ৷