Thursday, September 19, 2024
কলকাতা

আজ দক্ষিণেশ্বর স্কাইওয়াকের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা: বহুদিনের প্রতীক্ষার অবসান হবে অবশেষে। কালী পুজোর আগে রাজ্যের জনপ্রিয় তীর্থক্ষেত্র দক্ষিণেশ্বরের স্কাইওয়াক খুলে যাচ্ছে। সোমবার দক্ষিণেশ্বর স্কাইওয়াকের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফিতে কাটার পর থেকেই দক্ষিণেশ্বর রেল স্টেশন থেকে সরাসরি মন্দিরে চলে যেতে পারবেন সাধারণ মানুষ।

গত চার বছর আগে নির্মাণকাজ শুরু হওয়া দক্ষিণের স্কাইওয়াকের কাজ সম্পূর্নভাবে শেষ হয়েছে। এই স্কাইওয়াক থাকছে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা দর্শনার্থীদের জন্য। ৩৪০ মিটার লম্বা এবং ৩.৫ মিটার চওড়া নবগঠিত স্কাইওয়াকে রয়েছে ১৪টি এস্কেলেটর। ১২টি দরজা। বন্দোবস্ত থাকছে ৪টি লিফটের। মন্দির সূত্রে খবর, গোটা স্কাইওয়াক জুড়ে সাউন্ড সিস্টেম রয়েছে। সেখানে শ্যামাসংগীত বাজবে।

রানি রাসমণির তৈরি করা, রামকৃষ্ণ পরমহংসদেবের স্মৃতিধন্য দক্ষিণেশ্বর মন্দিরে সারা বছরই দর্শনার্থীর ভিড় থাকে। বিশেষ করে কালী পুজোর দিন সেই ভিড় মাত্রা ছাড়িয়ে যায়। মন্দির সংলগ্ন রাস্তায় অত্যধিক ভিড় ও যানজট এড়াতেই প্রশাসনের তরফে স্কাইওয়াকের কাজ শুরু হয়েছিল। এই স্কাইওয়াক চালু হলে স্টেশন থেকে সোজা মন্দিরে পৌঁছানো যাবে। রাস্তায় নামতে হবে না। ফলে যানজটও কম হবে।