Wednesday, November 19, 2025
রাজ্য​

বিজেপিতে যোগ দিলেন প্রভাবশালী তৃণমূল নেতা রতন ঘোষ

বনগাঁ: তৃণমূলে ‘মুষল-পর্ব’ চলছে! ২০২১ সালের বিধানসভা ভোটের মুখে ‘দলবদলের খেলা’ ঘিরে উথালপাতাল বঙ্গ রাজনীতি। মমতা বাহিনীর একাধিক নেতা-মন্ত্রীকে ‘বেসুরো’ হতে দেখা যাচ্ছে। এবার বিজেপির পতাকা হাতে তুলে নিলেন রতন ঘোষ। উল্লেখ্য, বুধবারই জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ পদ থেকে ইস্তফা দেন তিনি। এর একদিন পর বৃহস্পতিবার তৃণমূলের (TMC) প্রাথমিক সদস্য পদও ছেড়ে দেন রতন ঘোষ। শুক্রবার বিজেপিতে যোগ দিলেন তিনি।

শুক্রবার  হেস্টিংসের বিজেপি কার্যালয়ে যোগদান কর্মসূচি ছিল। যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি নেতা মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয়, সায়ন্তন বসু। সেখানে বিজেপির পতাকা হাতে তুলে নেন রতন ঘোষ।

তবে শুধু রতন ঘোষই নয় এদিন উত্তর ২৪ পরগনার আরও বেশ কয়েকজন তৃণমূল নেতা বিজেপিতে যোগদান করেন। এদিন হাওড়ার উদয়নারায়ণপুরের কংগ্রেস নেতা সরোজরঞ্জন কারার-সহ বেশ কয়েকজন যোগ দেন বিজেপিতে।

তৃণমূলের জন্মলগ্ন থেকেই রতন ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্থ সৈনিক হয়ে কাজ করে আসছেন। উত্তর ২৪ পরগনা জেলায় মমতার প্রতিটি সভায় তাঁকে দেখা যেত। মঞ্চে মমতার কন্ঠেও প্রায়ই তাঁর নাম শোনা যেত। গোপালনগরে মুখ্যমন্ত্রীর সভায় এদিন সেই রতন ঘোষকেই দেখা যায়নি। এরপরেই শুরু হয় জল্পনা। অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বিজেপি যোগ দিলেন তিনি।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।