‘বিজেপি হিন্দুদের আশ্রয় দেওয়ার কথা বলেছিল, এখন ভোট নেই তাই চুপচাপ’, তীব্র কটাক্ষ অভিষেকের
কলকাতা ট্রিবিউন ডেস্ক: কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, বাংলায় অশান্তি ছড়ানোর উদ্দেশ্যে সীমান্তরক্ষা বাহিনী (বিএসএফ) রাজ্যে জঙ্গিদের প্রবেশ করাচ্ছে।
রাজ্য পুলিশের সক্রিয়তা এবং জঙ্গি গ্রেপ্তার
বাংলার বিভিন্ন প্রান্ত থেকে একাধিক সন্দেহভাজন জঙ্গি গ্রেপ্তারের ঘটনায় বিরোধীদের সমালোচনার মুখে রাজ্য পুলিশকে সমর্থন করেন অভিষেক। তাঁর বক্তব্য, ‘‘রাজ্য পুলিশ যথেষ্ট তৎপর বলেই জঙ্গিরা ধরা পড়ছে। বিএসএফ যদি সত্যিই সীমান্ত সুরক্ষায় সক্রিয় হতো, তবে এই অনুপ্রবেশ সম্ভব হতো না।’’
বাংলাদেশের পরিস্থিতি ও কেন্দ্রের ভূমিকা
বাংলাদেশে সাম্প্রতিক হিন্দু নিপীড়নের প্রসঙ্গে অভিষেক কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, ‘‘৫ আগস্টের পর থেকে বাংলাদেশে অরাজকতা বেড়েছে। হিন্দুদের উপর হামলা হচ্ছে। কেন্দ্র কী করছে? হিন্দুদের আশ্রয় দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও, এখন তারা হাত গুটিয়ে বসে আছে। কারণ এখন কোনো ভোট নেই।’’
বিএসএফের বিরুদ্ধে অভিযোগ
অভিষেকের সাফ কথা, ‘‘সীমান্তের দায়িত্ব বিএসএফের। তারাই অনুপ্রবেশ রুখতে ব্যর্থ হচ্ছে। বরং, রাজ্যে অস্থিরতা তৈরির জন্য বিএসএফই জঙ্গিদের ঢুকিয়ে দিচ্ছে।’’ তাঁর দাবি, ‘‘বাংলা কখনো সন্ত্রাসের হাব নয়। এটি শিক্ষার, স্বাস্থ্যসেবার এবং উন্নয়নের হাব। বিরোধীদের অভিযোগ ভিত্তিহীন।’’
উত্তপ্ত রাজ্য রাজনীতি
অভিষেকের এই মন্তব্য রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ সৃষ্টি করেছে। বিরোধীরা তৃণমূলের এ ধরনের অভিযোগকে ‘‘দায়সারা অজুহাত’’ বলে দাবি করেছে। অন্যদিকে, অভিষেকের বক্তব্যে কেন্দ্র-রাজ্য সম্পর্কের টানাপড়েন আরও স্পষ্ট হয়ে উঠেছে।
কেন্দ্র বনাম রাজ্য
সীমান্ত সুরক্ষা এবং অনুপ্রবেশ ইস্যুতে রাজ্য বনাম কেন্দ্রের সংঘাত ক্রমশ বাড়ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ ও রাজ্য পুলিশের ভূমিকার প্রশংসা তৃণমূলের অবস্থানকে মজবুত করলেও, বিএসএফ এবং কেন্দ্র কীভাবে এই অভিযোগের জবাব দেয়, তা এখন দেখার বিষয়।