Monday, March 17, 2025
রাজ্য​

কেন্দ্রে সরকার গঠন করবে তৃণমূল: মমতা

রায়গঞ্জ: আসন্ন লোকসভা নির্বাচনে জয়ী হয়ে কেন্দ্রে সরকার গঠন করবে তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার উত্তরবঙ্গের রায়গঞ্জের নির্বাচনী সভায় দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নরেন্দ্র মোদী সরকারকে তীব্র আক্রমণের পাশাপাশি কংগ্রেস ও সিপিএম-কেও একহাত নেন মমতা।

এর আগে মুখ্যমন্ত্রী বলেছিলেন, এবার কেন্দ্রে সরকার গড়তে বাংলাই পথ দেখাবে। আরও একধাপ এগিয়ে এদিন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে বলেন, এবার তৃণমূলের নেতৃত্বেই কেন্দ্র সরকার হবে।

মমতা বলেন, কেন্দ্রে সরকার গড়ব আমরা। সরকার গড়তে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে তৃণমূল। কংগ্রেস একা সরকার গড়তে পারবে না। কংগ্রেসকে একহাত নিয়ে মমতা বলেন, কংগ্রেস বা সিপিএমকে ভোট দিয়ে ভোট নষ্ট করবেন না। কংগ্রেস, সিপিএম, বিজেপি সব এক। কংগ্রেস আরও ভালো করে লড়লে বিজেপির এই বাড়বাড়ন্ত হত না। উত্তরপ্রদেশে অখিলেশ-মায়াবতী ভালো ফল করুক বলেও এদিন মন্তব্য করেন মমতা।

বাংলাই ভারত গড়বে। বাংলার মুখ্যমন্ত্রীর এ বক্তব্যকে রাজনৈতিক মহল যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে। আঞ্চলিক দলগুলোর শক্তিবৃদ্ধি করে বিজেপিবিরোধী জোট গঠনের ক্ষেত্রে মমতাই অগ্রণী ভূমিকা নিয়েছেন। তার আহ্বানেই কলকাতার ব্রিগেডে দেশের সব আঞ্চলিক দলের শীর্ষ নেতারা জড়ো হয়েছিলেন। এমনকি কংগ্রেসের প্রতিনিধিও এসেছিলেন মমতার ‘সংযুক্ত ভারতে’র মঞ্চে।

তার পরে রাজধানী দিল্লিসহ দেশের বিভিন্ন প্রান্তে বারবার বিজেপি বিরোধী নেতাদের নিয়ে বৈঠকেও তৃণমূল নেত্রীর ভূমিকাও নজরে পড়ার মতো ছিল। তাই তৃণমূলের নেতৃত্বে কেন্দ্রের সরকার গঠনের কথা বলে মমতা কী ইঙ্গিত দিলেন, তা নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।