Thursday, September 19, 2024
রাজ্য​

লোকসভায় মেরে-কেটে তৃণমূল ২০টি আসনও পাবে না: মুকুল রায়

পুরুলিয়া: আর মাত্র কয়েক মাস বাদেই লোকসভা নির্বাচন। ইতিমধ্যে আলোচনা-তর্ক-বিতর্ক-সভা শুরু হয়ে গিয়েছে। প্রতিটি রাজনৈতিক দলই নিজেদের মতো করে পরিকল্পনায় শান দিচ্ছে। রাজনৈতিক নেতারা নিজেদের মতো করেও বিচার-বিশ্লেষণ করছেন। পুরুলিয়ার বলরামপুরের জনসভায় বক্তব্য রাখতে বিজেপি নেতা মুকুল রায় রাজ্যে তৃণমূল কটা আসন পাবেন তা স্পষ্ট জানিয়ে দিলেন।

মুকুলবাবু বলেন, আগামী লোকসভা নির্বাচনে কেন্দ্রে ফের একবার নরেন্দ্র মোদী নেতৃত্বে বিজেপি সরকার তৈরি করবে। রাজ্যে তৃণমূল কংগ্রেস কিছুতেই ২০ পেরোবে না। তৃণমূলকে আক্রমণ করে তিনি বলেন, তৃণমূল এখন আর দল নয়। ওখানে একজন ডিরেক্টর, অপর একজন ম্যানেজিং ডিরেক্টর। ওটা এখন পিসি-ভাইপোর কারখানা হয়ে গেছে।

এদিন বলরামপুরে জনসভায় পুলিশ সুপার আকাশ মাঘারিয়া ও জেলাশাসক অলোকেশ প্রসাদকে তিক্ত ভাষায় আক্রমণ করেন মুকুল রায়। মুকুলবাবু বলেন, জেলাশাসক ও পুলিশ সুপারের মেয়াদ আর মাত্র দু’মাস। লোকসভা নির্বাচনের আগেই নির্বাচন কমিশন ওঁদের তাড়িয়ে দেবে। এমনকি জেলাশাসককে নির্লজ্জ বলে কটাক্ষ করেন তিনি।

তৃণমূল সরকারের এটাই শেষ টার্ম বলেও ঘোষণা করেছেন মুকুল। একইসঙ্গে পুলিশ প্রশাসন রাজ্য সরকারের দলদাসে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। মুকুলবাবু বলেন, পুলিশ সুপার কয়লা, কাঠ, বালি মাফিয়াদের কাছ থেকে তোলা নিয়ে ভাইপোকে পাঠাচ্ছেন। এত তাঁবেদারি কীসের? আপনাকে তো আরও ৩০ বছর চাকরি করতে হবে। মমতার সরকার আর চার বছর। তারপর আপনি কোথায় যাবেন?