Monday, March 17, 2025
রাজ্য​

মুসলিমদের বাদ দিতেই এনআরসি করা হচ্ছে: মমতা

কলকাতা: নাগরিকপঞ্জি বা এনআরসিকে রাজনৈতিক প্রতিশোধ আখ্যায়িত করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, তিনি কখনোই তাঁর রাজ্যে বিজেপিকে এনআরসি করতে দেবেন না। বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের এনআরসির করার উদ্দেশ্যই হল মুসলিমদের বাদ দেওয়া।

বিধানসভায় এনআরসি ও বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, দিল্লিতে বাংলা ভাষায় কথা বললেই তাকে বাংলাদেশি হিসেবে চিহ্নিত করা হচ্ছে। বাংলাদেশি অনুপ্রবেশকারীরা রাজ্যের সম্পদ গ্রাস করছে বলে বিজেপির অভিযোগ। তাঁরা এনআরসি করার মধ্য দিয়ে এমন নামে আখ্যায়িত করে ওইসব ‘বাংলাদেশি অনুপ্রবেশকারীদের’ উৎখাত করতে চায়।

বিধানসভায় তিনি আরও জানান, এনআরসি ইস্যুতে একই অবস্থানে আছেন বিহারের মুখ্যমন্ত্রী নিতিশ কুমার। ১৮৪ নম্বর অনুচ্ছেদের অধীনে এনআরসি নিয়ে মমতা বলেন, আমি নিতিশ কুমারের সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে বলেছেন, তাঁর রাজ্যেও তিনি এনআরসি করতে দেবেন না।

মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, বিজেপি এনআরসিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে হিন্দু ও মুসলিমদের মধ্যে, বাঙালি ও অবাঙালি, বাঙালি ও রাজবংশীদের মধ্যে ফাটল ধরাতে চায়। বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার রাজনৈতিক প্রতিশোধ নেয়ার জন্য বাংলায় এনআরসি চালু করতে চায়। তাঁরা চায়, জনগণের মধ্যে বিভক্তি সৃষ্টি করতে। কিন্তু আমরা কখনোই বিজেপিকে পশ্চিমবঙ্গে এনআরসি করতে দেব না বলে জানান মুখ্যমন্ত্রী।