২০২১ বিধানসভা নির্বাচনে জিতবে তৃণমূল: মহুয়া মৈত্র
নয়াদিল্লি: রাজ্যের তিন কেন্দ্রের উপনির্বাচনে তিনটিতেই জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। এই জয়ের পরে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পক্ষেই মানুষের ভোট পড়েছে। এই দলের জয়ের জন্য তিনি ধন্যবাদ জানান দলের নেতাকর্মী ও সমর্থকদের। পাশাপাশি, ন্যবাদ জানান সাধারণ মানুষকেও।
করিমপুরের প্রাক্তন বিধায়ক তথা কৃষ্ণনগরের বর্তমান সাংসদ মহুয়া মৈত্র বলেন, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফলাফল কি হবে আজ আমি এখানে দাঁড়িয়ে বলছি, ২০২১ বিধানসভা নির্বাচনে বাংলায় ক্ষমতায় ফিরবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার।
অন্যদিকে, উপনির্বাচনে ৩-০ হলেও, ২০২১ বিধানসভা ভোটে দলের ক্ষমতায় ফেরার ব্যাপারে আত্মবিশ্বাসী গেরুয়া শিবির। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, দলের ব্যর্থতার কারণ অনুসন্ধান করে আগামী বিধানসভা নির্বাচনের জন্য সংগঠনকে চাঙ্গা করা হবে।
প্রসঙ্গত, উপনির্বাচনে খড়গপুর, কালিয়াগঞ্জ এবং করিমপুর আসনে জয় পেয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল। আর এই জয়ে রীতিমতো উচ্ছ্বসিত তৃণমূল কংগ্রেস।