দুর্গাপুজো উদযাপনে জনগণের অধিকার কেড়ে নিচ্ছে তৃণমূল: অমিত শাহ
কলকাতা: উনিশের লোকসভা ভোটে সাফল্যের পর প্রথমবার বাংলায় পা রেখে এনআরসি বিতর্কে মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সল্টলেকের বিজে ব্লকে একটি পুজোর উদ্বোধন করতে গিয়ে অমিত শাহ বলেন, দুর্গাপুজো নিয়েও ভোটের রাজনীতি করছে তৃণমূল। দুর্গাপুজো উদযাপনে জনগণের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। মঙ্গলবার কড়া নিরাপত্তার মধ্যে সল্টলেকের বিজে ব্লকের দুর্গাপুজোর উদ্বোধন করেন তিনি।
অমিত শাহ বলেন, পশ্চিমবঙ্গের মানুষকে দুর্গা প্রতিমা বিসর্জনের অনুমতি নিতে হাইকোর্ট পর্যন্ত যেতে হয়েছিল। ভোটব্যাঙ্কের রাজনীতির কারণে বাংলার মানুষ উৎসব পালনের সাংবিধানিক অধিকারের ব্যাপারেও নিশ্চয়তা পাচ্ছেন না। ২০১৭ সালে বিজয়া দশমীর দিন রাত ১০ টার পরে দুর্গা প্রতিমা বিসর্জনের ব্যাপারে রাজ্যের শাসক দল তৃণমূল সরকারের জারি নিষেধাজ্ঞার কথা উল্লেখ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
সেই সময় রাজ্য সরকারের জারি করা ওই নিষেধাজ্ঞায় বলা হয়, মহরমের দিন কোথাও দুর্গাপুজোর বিসর্জন দেওয়া যাবে না। তবে সেবছর কলকাতা হাইকোর্ট বিজয়া দশমী থেকে মহরম সহ সমস্ত দিনই দুর্গা প্রতিমা বিসর্জনের অনুমতি দেয়।
অমিত শাহ বলেন, ২০২১ বিধানসভা নির্বাচনে বাংলার মানুষ আমাদের নির্বাচিত করেন তবে তাঁরা দুর্গাপুজো, সরস্বতী পূজা, রাম নবমীকেও সমান ধূমধামের সঙ্গে উদযাপন করতে পারবেন। আমরা সাংবিধানিক অধিকার নিশ্চিত করব। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুজোয় বিজেপির অংশ নেওয়া কোনও রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে নয়। তিনি বিজে ব্লকের পুজোয় এসেছেন বাংলার সেরা উৎসবে যোগ দিতে। একই সঙ্গে রাজ্যবাসীকে শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, আপনারা খুশি মনে পুজো উপভোগ করুন। আমরা আপনাদের পাশে আছি।