Friday, June 20, 2025
Latestরাজ্য​

দেশের সম্পত্তির ক্ষতি করলে গুলি করাই উচিত: নিজের মন্তব্যে অনড় দিলীপ ঘোষ

কলকাতা: গত রবিবার সন্ধ্যায় সিএএ সমর্থনে নদিয়ায় এক জনসভায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, অসম, উত্তরপ্রদেশ, কর্ণাটকে বিক্ষোভকারীদের কুকুরের মতো গুলি করে মেরেছে পুলিশ। আমাদের এখানে ৬০০ কোটি টাকার সম্পত্তি ভাঙচুর করলেও পুলিশ একটা গুলি চালায়নি। এর পরই তিনি বলেন, আমরা ক্ষমতায় এলে এদের গুলি করে মারব।

এহেন মন্তব্যের জন্য দিলীপ ঘোষের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করল তৃণমূল। তৃণমূলের সম্পাদক কৃষ্ণেন্দু বন্দ্যোপাধ্যায় রানাঘাট থানায় দিলীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করছেন।

গত রবিবার দিলীপ ঘোষ বলেন, সরকারি সম্পত্তি নষ্ট করা হচ্ছে। কার টাকা এটা? এটা আমার, আপনার টাকা। ট্রেনে আগুন লাগাচ্ছে, কার টাকা ধ্বংস করছে? এত কিছু সত্ত্বেও একটা গুলি চালানো হল না। কোনও লাঠিচার্জ, অভিযোগ দায়ের করা হল না। পুলিশ এখনও কাউকে গ্রেফতারও করেনি।

এরপরই দিলীপবাবু বলেন, যারা আগুন জ্বালিয়ে সম্পত্তি নষ্ট করছে, তাদের কি বাপের সম্পত্তি এগুলো? কিভাবে তারা সরকারি সম্পত্তি নষ্ট করতে পারে। অসম, উত্তরপ্রদেশ, কর্ণাটকে আমাদের সরকার এই বিক্ষোভকারীদের কুকুরের মতো গুলি চালিয়েছে। তাদের গ্রেফতার করে মামলা দায়ের করেছে। আমরা এদেরকে জেলে ভরব, গুলি করে মারব।

‘গুলি মন্তব্যে’ দিলীপ ঘোষ ঘরে-বাইরে সর্বত্রই তুমুল সমালোচনার মুখে পড়েছেন। তবে নিজের দাবিতে অনড় থেকে দিলীপ ঘোষ সাফ বলেন, যে যেমন বোঝে, সে তেমন বলে। আমার যা মনে হয়েছে, আমি তা বলেছি। আমাদের সরকার করেছে, সুযোগ পেলে আমরাও করব।