Sunday, March 16, 2025
রাজ্য​

রোহিঙ্গা অনুপ্রবেশে সুবিধা করে দিতে এনআরসির বিরোধিতা করছে মমতা: কৈলাশ

কলকাতা: গত শনিবার অসমে এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। এনআরসির তীব্র বিরোধিতা করেছে  তৃণমূল। এই পরিস্থিতিতে বুধবার বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয়ের অভিযোগ, রোহিঙ্গা মুসলিমদের আশ্রয় দিয়ে তাদের ভোটব্যাঙ্ক হিসেবে ব্যবহার এবং বিজেপি কর্মীদের মারধর করার জন্যই এনআরসির বিরোধিতা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত বিজেপির পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয় দাবি করেন, তৃণমূল কংগ্রেস ছেড়ে তাঁদের দলে যোগ দেওয়া, অর্জুন সিং এবং মুকুল রায়কে হত্যার চক্রান্ত করছে তৃণমূল কংগ্রেস।

কৈলাশ বিজয়বর্গীয় বলেন, কেন, অনুপ্রবেশকারীদের তাড়াতে করা এনআরসির বিরোধিতা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়? তাঁর বিরোধিতার কারণ কী? কারণটা ভোটব্যাঙ্ক রাজনীতি। বাংলাদেশী এবং রোহিঙ্গা মুসলিমদের আশ্রয় দিচ্ছে তৃণমূল কংগ্রেস সরকার।

বিজয়বর্গীয় আরও বলেন, তাদের আশ্রয় দেওয়া হচ্ছে, যাতে তাদের ভোটব্যাঙ্ক হিসেবেও ব্যবহার করা যায়, আবার রাজ্যের বিজেপি কর্মীদের মারধর এবং হত্যা করা যায়।