একুশের বিধানসভা ভোটে তৃণমূল ৫০টা আসনও পাবে না: মুকুল রায়
কলকাতা: বিধানসভা ভোট যতই এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক চাপানউতোর। সম্প্রতি ভোট কৌশলী প্রশান্ত কিশোর চ্যালেঞ্জ ছুড়ে বলেছেন, আসন্ন বিধানসভা ভোটে বিজেপি তিন অঙ্কের ঘরে পৌঁছতে পারবে না। তার প্রেক্ষিতে অনুব্রত মণ্ডল বলেছেন, পিকে অনেক বেশি বলেছেন, বিজেপি আরও অনেক কম আসন পাবে।
অনুব্রত মণ্ডল বলেছেন, চ্যালেঞ্জ করছি, বিজেপি ৪০টির বেশি আসন পাবে না। তাঁর দাবি, বিজেপির দৌড় ৪০-এই শেষ হয়ে যাবে। উল্লেখ্য, শুভেন্দু অধিকারী তৃণমূল ছাড়ার পরে ঝাঁকে ঝাঁকে অনেক নেতা ঘাসফুল শিবির থেকে ইস্তফা দিয়েছেন। তৃণমূলে একের পর এক ভাঙন লেগেই রয়েছে। অনেক মন্ত্রী-বিধায়ইক বেসুরো। এই অবস্থায় পিকে এবং অনুব্রত মণ্ডল এই চ্যালেঞ্জ জানালেন।
এদিক, এ ব্যাপারে বিজেপির সর্বভারতীয় সহ–সভাপতি মুকুল রায় বলেছেন, অমিত শাহ–জেপি নাড্ডার নেতৃত্বে এগিয়ে চলেছে বিজেপি। আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল ৫০টা আসনও পাবে না।
উল্লেখ্য, প্রশান্ত কিশোর বলেন, বিজেপি তিন অঙ্কের ঘরে পৌঁছতে পারবে না। যদি পৌঁছয় আমি তাহলে রাজনীতির ক্ষেত্র ছেড়ে দেব। এটা যদি হয় তাহলে কৈলাশ বিজয়বর্গীয়রা রাজনীতি ছেড়ে দেবেন তো! এরপরই পিকের সমর্থনে মুখ খোলেন অনুব্রত মন্ডল।
প্রসঙ্গত, ২০১৯ লোকসভা নির্বাচনে অনুব্রত মন্ডল বলেছিলেন, বিজেপি যদি উনিশের লোকসভা নির্বাচনে ৮টি আসন পায় ৷ তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব ৷ বিজেপি ১৮টি আসন জিতেছিল। তবুও রাজনীতি ছাড়েননি অনুব্রত মন্ডল। এবার বিজেপি একশোর বেশি আসন পেলে পিকে রাজনীতির ক্ষেত্র ছাড়েন কিনা সেটাই দেখার।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

